বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা রেজিস্ট্রার মহসীন আলমের বিদায় ও নবাগত জেলা রেজিস্ট্রার মোঃ আকবর আলির বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা সাব রেজিস্ট্রার সাজেদা আক্তার।চাঁদপুর সদর রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক হাসানের সঞ্চালনায়
নবাগত জেলা রেজিস্ট্রার মোঃ আকবর আলি বলেন, চাঁদপুরকে ইলিশের বাড়ি বলে। এ ইলিশের বাড়ি থেকে আমরা জেলা রেজিস্ট্রার মহসীনকে বিদায় দিতে হচ্ছে। বিদায় বেলায় বলবো আমরা জেলা রেজিস্ট্রার অফিসের সকল সাব রেজিস্ট্রার একত্রে থাকবো। আমরা সরকারের রাজস্ব আদায় করবো। ২১ বছর ধরে আমরা এ দপ্তরকে সেবা দিয়ে যাচ্ছি। এ সেবা আমরা সবাই সুন্দর দিয়ে যাবো।
বিদায়ী জেলা রেজিস্ট্রার মহসীন আলম বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি এবং আমার পরিবার যেন সুস্হ্য থাকি। আমি যতটিকু আপনাদের সাথে ব্যবহার করেছি তারচেয়ে বেশি ভাল ব্যবহার আপনারা আমার সাথে করেছেন। নকল নবিশ ও দলিল লেখক সবাই আমার সাথে ভাল ভাবে কাজ করেছে। চাঁদপুরের বিরল ঘটনা আমি পুরো জেলার নকল নবিশ ও দলিল লেখকদের নিয়ে বড় অনুষ্ঠান করেছি। তা বিরল হয়ে রয়েছে। কাজের মাঝে আনন্দ আছে।আর কাজের জন্য আমি নকল নবিশ ও দলিল লেখকদের সাথে হয়তো মনের অজান্তে খারাপ আচরন করেছি।এটা মনে রাখবেন না। এটা করেছি কাজের জন্য। আপনাদের স্মৃতি আমার ভুলে যাবার নয়।
এসময় আরো বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা রেজিস্ট্রার মোঃ আরিফুর রহমান, হাইমচর উপজেলা রেজিস্ট্রার মোঃ আরিফুল ইসলাম, কচুয়া উপজেলা রেজিস্ট্রার মাহমুদুর রহমান, মতলব উত্তর উপজেলা রেজিস্ট্রার মাহবুবুর রহমান ওয়াজেদ, হাজীগঞ্জ উপজেলা রেজিস্ট্রার মোঃ আব্দুল কাদির ও চিতোষী রেজিস্ট্রার ফরিদা আক্তার।