মানিক দাস //
প্রকৃতি দক্ষিণা দুয়ার খুলে দিয়ে বসন্তকে বরন করে নিয়েছে। বসন্তের আগমনে কোকিল গাইছে গান। ভ্রমরও করছে খেলা। গাছে গাছে পলাশ আর শিমুলের বসেছে মেলা। রবিবার ছিল পহেলা ফাল্গুন।
ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের গতকাল রোববার আগমন ঘটেছে । ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি বর্ণিল সাজে সেজেছিল । কিন্তু ঋতুরাজ বসন্ত সবার হৃদয়ে স্হান করে নিলেও চাঁদপুরে তার কোনো অস্হিত্ব খোজে পাওয়া যায়নি। বিগত বছর গুলোতে বসন্ত আসলে সবার প্রাণে আনন্দ উচ্ছাস বিরাজ করতো। গত দু বছর ধরে বৈশ্বিক করোনা মহামারি দেখা দেয়ায় সকল আনন্দ উদ্দিপনা ম্লান হয়ে গেছে।
বিগত বছর ঋতুরাজ বসন্তকে বরন করে নিতে চাঁদপুর সরকারি মহিলা কলেজে ব্যাপক আয়োজনে দিবসটি উদযা্পন করা হতো। দু বছর ধরে সেই উৎসব থেকে শিক্ষার্থীরা বঞ্চিত, শুধু মাত্র সরকারি নির্দেশনার কারণে। শহর ঘুরে দেখা যায় ফুলের দোকানিরা যে আশায় বুক বেঁধে ঢাকার শাহবাগ থেকে পাইকারি ফুল কিনে এনেছিল ব্যবসার জন্য সেই ব্যবসায় ধস। ক্রেতার তেমন একটা দেখা পায়নি তারা। তাছাড়া বড় স্টেশন মোলহেডে গিয়ে দেখা যায় দু একজন ছাড়া বসনাতের হাওয়া আর কারো হৃদয়ে দোলা দেয়নি। কয়েক জন ফুলের ব্যবসায়ীর সাথে কথা হলে তারা জানান, এবছরের মতো আর কোনো বসন্ত উৎসবে আমরা ধরা সায়ি ছিলাম না। যে আশা করে ফুল এনেছি তার এক ভাগ বিক্রি হয়নি।
বসন্তের প্রথম সকালে বাসন্তী রং শাড়ি, কপালে লাল টিপ, হাতে বাহারি চুড়ি, পায়ে নূপুর, খোঁপায় ফুল জড়িয়ে বেরিয়ে পরার কথা থাকলে ও তরুণীর দল এবার ও করোনার কারণে সেই সাজ থেকে বঞ্চিত। কচি পাতায় আলোর নাচনের মতোই বাঙালির মনেও দোলা লাগার কথা থাকলে ও সেই দোলা লাগেনি । পাতার আড়ালে লুকিয়ে থাকা বসন্তের দূত কোকিলের কুহু কুহু ডাক শোনা গেছে।