মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.মাহফুজুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। (বুধবার ০৫মে)বিকেল ৪টা ৪৫ মিনিটে দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪দিন ধরে খুলনার সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ওই বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে দিকে সেখানে মৃত্যুবরণ করেন তিনি।
প্রসঙ্গত, এস.এম.মাহফুজুর রহমান কচুয়া উপজেলায় বার বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি তিনি ধর্মীয় ও বিভিন্ন সামাজিক সংগঠনে সুনামের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।