সজীব খানঃ
চাঁদপুর সদর বাবুরহাট বিসিক শিল্প এলাকায় মনোহারখাদি কোল্ড স্টোরেজের বীজ আলু সংরক্ষণ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় কোল্ড সাটোরের নিচতলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা এবং সকল ব্যবসায়ীদের উন্নতি কামনা করে দোয়া ও মোনাজত পরিচালনা করেন সিদ্দিকিয়া হাফিজিয় মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ্ব হারুনুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানাজার রুহুল আমিন সিদ্দিকী, হিসাবরক্ষক সিহাব উদ্দিন, কোষাধ্যক্ষ রাহাতুল আশিকিন।
এজেন্টের মধ্য উপস্থিত ছিলেন রাজ্জাক ভুঁইয়া, সফিক মাল, আলমগীর ভুঁইয়া, মিজান খান
প্রসঙ্গত, জেলার সু-পরিচিত মনোহারখাদি কোল্ডস্টোরেজ এর নতুন আলু সংরক্ষণ উপলক্ষে প্রতিবছরই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে শুক্রবার এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।