আলমাস হোসেন : ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তুহিন মাহমুদ জয় (১৬) নামের এক এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে। এঘটনায় রাসেল (২৮) নামের আরও একজন আহত হয়েছেন।
বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত জয় সাভারের রেডিও কলোনীর জালেশ্বর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। সে সাভার রেডিও কলোনী মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। আহত রাসেল (২৮) পটুয়াখালী জেলা সদরের ছোট বিঘাই গ্রামের আবদুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-আরিচ মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে মোটরসাইকেল যোগে নিহত জয় ও রাসেল যাচ্ছিলেন। পথে তারা সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় পৌছলে পিছন থেকে দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় জয়। আহত হন রাসেল, পরে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ঘটনাস্থল থেকে নিহত জয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ আজিজুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে অজ্ঞাতনামা ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।