শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
দেশে থাকা অবৈধ বিদেশিদের সময় বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে আগুনে পুড়েছে সাবেক কোন কোন মন্ত্রীর দপ্তর আন্তক্যাডার বৈষম্য নিরসনে চাঁদপু‌র সরকা‌রি ক‌লে‌জের শিক্ষ‌দের মানববন্ধন আন্তক্যাডার বৈষম্য নিরসনে চাঁদপু‌রে চি‌কিৎসক‌দের মানববন্ধন মুরাদনগরে নাশকতা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত চাঁদপুরে রাতভর ডাকাত আতঙ্ক, মসজিদে মসজিদে মাইকিং হাজীগঞ্জ-কচুয়া দুই উপজেলার মধ্যবর্তী সেতু হঠাৎ ভেঙ্গে পড়লো মতলব উত্তরে প্রাথমিকে ১৬৩ শিক্ষক পদ শূন্য : চরম ব্যাহত শিক্ষা কার্যক্রম বাতিঘর মানব কল্যাণ সংস্থার শীতবস্ত্র পেলো সহস্রাধিক পরিবার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা জিতুকে দেখতে গেলেন তানভীর হুদা

বিজয় মেলা ম‌ঞ্চে স্বপ্নকুঁ‌ড়ি সাংস্কৃ‌তিক সংগঠ‌নের প‌রি‌বেশনা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ১১৩ বার পঠিত হয়েছে
চাঁদপুর মু‌ক্তিযু‌দ্ধের বিজয় মেলা ম‌ঞ্চে স্বপ্নকুঁ‌ড়ি সাংস্কৃ‌তিক সংগঠ‌নের সভানেত্রী সুলতানা আক্তার সেতুর হাতে ক্রেষ্ট তুলে দেন মেলার স্টিয়া‌রিং ক‌মি‌টির সভাপ‌তি যুদ্ধাহত মু‌ক্তি‌যোদ্ধা এম এ ওয়াদুদ।

মানিক দাস :
চাঁদপুর মু‌ক্তিযু‌দ্ধের বিজয় মেলা ম‌ঞ্চে স্বপ্নকুঁ‌ড়ি সাংস্কৃ‌তিক সংগঠ‌নের সাংস্কৃ‌তিক প‌রি‌বেশনা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

৩১ ডি‌সেম্বর মঙ্গলবার রাত ৮টায় বিজয় মেলা ম‌ঞ্চে সাংস্কৃ‌তিক প‌রি‌বেশনার পূ‌র্বে মেলার বিজয় মেলার শু‌ভেচ্ছা ক্রেস্ট সংগঠ‌নের কমর্কর্তা‌দের হা‌তে তু‌লে দেওয়া হয়।

সাংস্কৃ‌তিক পরি‌বেশানার পূ‌র্বে সং‌ক্ষিপ্ত অা‌লোচনা প‌র্বে প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন মু‌ক্তিযু‌দ্ধের বিজয় মেলার স্টিয়া‌রিং ক‌মি‌টির সভাপ‌তি যুদ্ধাহত মু‌ক্তি‌যোদ্ধা এম এ ওয়াদুদ। তি‌নি তার বক্ত‌ব্যে ব‌লেন, মেলার স্মৃ‌তিচার‌নের পর সাংস্কৃ‌তিক প‌রি‌বেশনা দীর্ঘ ২৮টি বছর ধারাবা‌হিক ভা‌বে চল‌েঅোস‌ছে। অামার বিশ্বাস বিজয় মেলার এ ধারবা‌হিক অনুষ্টান মালা দীর্ঘ বছর পর্যন্ত চল‌বে।

বিজয় মেলার সাংস্কৃ‌তিক প‌রিষ‌দের অাহবায়ক তপন সরকা‌রের প‌রিচালনায় উপ‌স্থিত ছি‌লেন বিজয় মেলার স্টিয়া‌রিং ক‌মি‌টির সাধারন সম্পাদক মু‌ক্তি‌যোদ্ধা মহ‌সিন পাঠান, মহাস‌চিব হারুন অাল রশীদ, মু‌ক্তি‌যোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, স্মৃ‌তিচারন প‌রিষ‌দের সদস্য স‌চিব মু‌ক্তি‌যোদ্ধা ইয়াকুব অালী মাস্টার, মাঠ ম‌ঞ্চ প‌রিষ‌দেরর অাহবায়ক ইয়া‌হিয়া কিরন, যুগ্ম অাহবায়ক মা‌নিক দাস, স্মৃ‌তি সংরক্ষণ প‌রিষ‌দের সদস্য স‌চিব অ‌ভি‌জিত রায়,
প‌রিষ‌দেরর যুগ্ম অাহবায়ক শরীফুল ইসলাম, স্বপ্ন কুঁ‌ড়ি সাংস্কৃ‌তিক সংগঠ‌নের প্র‌তিষ্ঠাতা সভ‌ানেত্রী সুলতান অাক্তার সেতু, সি‌নিয়র সহ সভাপ‌তি ‌মোঃ অাবু ইউসুফ টিপু, সাংগঠ‌নিক সম্পাদক সাঈদ হো‌সেন অপু, কোষাধ্যক্ষ ‌মে‌হেরাজ প্রমূখ।

সাংস্কৃ‌তিক প‌রি‌বেশনায় অংশগ্রহনকারী শিল্পীবৃন্দ নৃত্যে স্মৃ‌তি, রাহাত, সীম‌া হাসান, নুপুর, না‌জি, মা‌নিক, সাগর, না‌জিম, দিপু, রায়হান, মিতু, ম‌রিয়ম, সোহাগী, সা‌দিয়া, অাইরিন, কুলছুমা, ইভা, মেঘলা, জ্যো‌তি, সা‌মিয়া, সবুজ, উজ্জ্বল, মু‌ক্তি, মামুন।

সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের পূ‌র্বে রাত ৭টায় স্মৃ‌তিচারন প‌র্বে যুদ্ধকালীন সম‌য়ের স্মৃ‌তিচারন ক‌রেন প্রধান অ‌তি‌থি মু‌ক্তিযু‌দ্ধের বিজয় মেলার স্টিয়া‌রিং ক‌মি‌টির সভাপ‌তি যুদ্ধাহত মু‌ক্তি‌যোদ্ধা এম এ ওয়াদুদ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com