বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ৩টি প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা। মেঘনার নৌ-ডাকাত কানা জহিরসহ ১৪ জনের নামে মামলা ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মতলব উত্তরের পাচঁআনি উবি’র বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত ষোলঘর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায় চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায হাইমচরে অটোচাপায় শিশুর মৃত্যু শহ‌রে সিএন‌জি প্রবে‌শের উপর নি‌ষেধাজ্ঞা তু‌লে নি‌তে জেলা প্রশাস‌কের কা‌ছে সিএন‌জি চা‌লিত অ‌টো রিক্সা শ্রমিক ইউ‌নিয়‌নের স্মারকলি‌পি প্রদান চাঁদপুরে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরনী‌তে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা।

বীরগঞ্জে পল্লীতে ভেষজ চিকিৎসার নামে চলছে প্রতারণা, চলছে জ্বিনের বাদশার ভেলকিবাজী

  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৯ বার পঠিত হয়েছে

রনজিৎ সরকার রাজ  বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে জ্বিনের বাদশার দৌড়াত্নে প্রতারণার শিকার হচ্ছেন সর্বসাধারণরা। বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়ন লাটের হাটের নিকটবর্তী মিরাটুলি নামক পল্লীতে ভেষজ চিকিৎসার নামে চলছে ভূয়া জ্বিনের বাদশার ঝাড়ফুক,ভেলকিবাজির ব্যবসা। এরা নিজেকে ভেষজ কিংবা আয়ূর্বেদিক চিকিৎসক, কখনো কবিরাজ, কখনোবা জ্বিনের বাদশা দাবি করছেন।

একসময়ের গরু ক্রয়- বিক্রয়ের দালালী পেশা, বিভিন্ন শহরে রিক্সা চালানো কিংবা অন্যকোনো পেশা দিয়ে জীবিকা নির্বাহ করতো মৃত মজিবুল ইসলামের ছেলে শাহ আলম(৩৫) ও একই গ্রামের  নাছির উদ্দীন ভোলার ছেলে হাসানুর রহমান(৩৫)। প্রতারণার একরকম রমরমা ব্যবসায় লিপ্ত থাকার সংবাদ পেয়ে মিরাটুলি মুন্সীপাড়া পল্লীতে সরজমিনে গিয়ে দেখা যায়, শাহ আলম জ্বিনের বাদশা সেঁজে ইংলিশ, বাংলা, আরবি, নেপালী, চিনা, সাঁওতালীসহ হযবরল ভাষায় প্রতিনিয়তই বিভিন্ন এলাকা থেকে আসা সহজসরল সর্বসাধারণকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা।

বিস্বস্ত সুত্রে  ও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান,শাহ আলম প্রায় তিন বছর যাবৎ এই ব্যবসা চালিয়ে বিশাল পাকা বাড়ি দিয়েছে এবং এই ব্যবসা চালাতে নানান কৌশল অবলম্বন করা সহ বিভিন্ন এলাকায় দালাল তৈরি করে ভূয়া প্রচার প্রচারণা চালিয়ে সাধারণত বিপদগ্রস্ত মানুষদের আকৃষ্ট করছে। সপ্তাহের শনিবার, মঙ্গলবারে প্রচুরসংখ্যক মানুষ আসে জ্বীনের বাদশা শাহ আলমের বাড়িতে। এছাড়া প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা পরিলক্ষিত হয়। অপরদিকে একই পাড়ায় বসবাসকারী হাসানুর নিজেকে আল্লাহ প্রদত্ত সপ্নে পাওয়া অলৌকিক শক্তি ও নিজেকে জ্বিনের বাদশা দাবি করে একইভাবে প্রতারণা, জালিয়াতির মাধ্যমে প্রতিনিয়তই নগদ টাকা হাতিয়ে নিচ্ছেন দুর- দুরান্ত থেকে আসা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত সাধারণ মানুষের কাছ থেকে।

এককথায়  “মরার উপর খাড়ার ঘা” চালিয়ে এরা দুজন দুজনাকে মহান আল্লাহ কতৃক প্রদত্ত সপ্নের মাধ্যমে এই অলৌকিক শক্তি পেয়েছে বলে দাবি জানিয়ে মিথ্যা যুক্তি উপস্থাপন করে মানুষের দৃষ্টি আকর্ষণ করে দেদারসে চলছে প্রতারণা। হাসানুর জানায়, ইতিপূর্বে সে রাজধানী ঢাকায় জনৈক জমিদারের সেল্টারে এই ব্যবসা চালাতো হঠাৎ জমিদারের মৃত্যুরপর সেখানকার মানুষের বাধার মুখে নিজ গ্রাম মিরাটুলি নিজ বাড়িতে ফিরে এসে পুনরায় এই ব্যবসা চালু করে অদ্যবদী এই কার্যক্রম পরিচালনা করছে। এসময় সে ভেষজ উন্নয়ন সমাজ কল্যান সমিতি, বৃহত্তর দিনাজপুরের সদস্য কার্ড প্রদর্শন করে ও উল্লেখিত সমিতির সদস্য হিসেবে  নিজেকে ভেষজ চিকিৎসক, কবিরাজ বলে দাবি করে এবং স্বপ্নে পাওয়া এলেম দিয়ে জ্বীনেদের বস করে ঝাড়-ফুক- ফাক , তান্ত্রিক বিদ্যা দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছে বলে জানালেও কোনো প্রকারের প্রমানপত্র যেমন কবিরাজি বিষয়ে কোনো ধারণা নাই কিংবা কোনো প্রশিক্ষণ পত্র নাই  বা ব্যবসার ট্রেড লাইসেন্স নাই, এই ব্যবসা পরিচালনার সপক্ষে সঠিক কোনো সদুত্তর পাওয়া যায়নি তার কাছ থেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীদের কেউ কেউ আরোও জানায়, স্থানীয় প্রভাবশালী দালাল চক্র এদের অপকর্মে সেল্টারদাতা হিসেবে কাজ করছে। ডিজিটাল আধুনিক যুগে অন্ধবিশ্বাসের মোহে সমস্যায় জর্জরিত ভুক্তভোগীরা নিজের অজান্তেই এই ভন্ডদের ফাঁদে পা বাড়াচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক প্রতারিত ভুক্তভোগীসহ সুজালপুরর ইউনিয়নের চাকাই গ্রামের ভুক্তভোগী প্যারালাইসেস আক্রান্ত রোগী বৃদ্ধ  মফিজুল ইসলাম জানান, শাহ আলম একজন ভন্ড ও প্রতারক শ্রেনীর মানুষ, মিথ্যে আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নিয়ে কয়েকবারের মতো তার চিকিৎসা নিলেও কোনো রকমের সুস্থতা লাভ করেননি কিংবা সুফল পায়নি সে।  বীরগঞ্জের সচেতন মহলের অনেকেই তাদের অভিমত ব্যক্ত করে জানান,  সমাজ থেকে এসব কুসংস্কার দুর করতে উল্লেখিত বিষয়টিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু দৃষ্টি দেয়া প্রয়োজন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com