বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
মতলব উত্তরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক মাঠ দিবস  সরকার প্রতি বছর ২০হাজার কোটি টাকারও বেশি তেল আমদানি করে থাকে —-মহাপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল ইসলাম  চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক  আকাশ মন্ডল ইরফান ৭ দিনের রিমান্ডে চাঁদা না দেওয়ায় মতলব উত্তরে ব্যবসায়ীর উপর হামলা : থানায় মামলা ফেইজবুকে আইফোন বিক্রির বিজ্ঞাপন, প্রতারকের ছুরিকাঘাতে ৩ যুবক আহত চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেয়াদ উত্তীর্ণ কমিটি বাদ দিয়ে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবীতে ফরাজীকান্দি ইউনিয়নে বিএনপি‘র গণমিছিল মুরাদনগরে ব্রিজ ভেঙে অটোচালক আহত। মতলব উত্তরে ১২টি ইটভাটায় পুড়ছে শিশুর ভবিষ্যৎ সৎসঙ্গ ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটি গঠন 

বীরগঞ্জে বিষ্ণু মন্দিরের রেকর্ডীয় জমির ২ লক্ষাধিক টাকার ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

  • আপডেটের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে
রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি  :দিনাজপুরের বীরগঞ্জে শিবরামপুর ইউনিয়নের দক্ষিণ ধনগাঁয়ের শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ বিষ্ণু মন্দিরের নামে ঐ মৌজার বিভিন্ন দাগে ৩ একর ২০ শতাংশ জমির মধ্যে ২ একর জমির মূল্যবান চিকন ধান ২ ডিসেম্বর’২৪ দিন দুপুরে কেটে নিয়ে গেছে পার্শ্ববর্তী গ্রামের দুর্বৃত্তরা।
মৃত খলিলুরের ছেলে হান্নানের নেতৃত্বে বেআইনি জনতা সংঘবদ্ধ হয়ে জোর পুর্বক ২ লক্ষাধিক টাকা মূল্যের ২ একর জমির চিকন ধান কেটে নিয়ে যায়।
মন্দিরের সেবায়েত দেবারু বর্মন এবং কমিটির সাধারণ সম্পাদক রাজেন্দ্র নাথ যৌথ বিবৃতিতে জানান হান্নানের নেতৃত্বে বেআইনি জনতা সংঘবদ্ধ হয়ে অবৈধ ভাবে ধান কেটে  নিয়ে যাওয়ার সময় ট্রিপল নাইনে (৯৯৯) ফোন দেয়ার কমপক্ষে দু’ঘণ্টা পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।
দীর্ঘ সময় পরে পুলিশের উপস্থিতির কারনে দুর্বৃত্তরা ধান কেটে গাড়ি বোঝাই করে নিয়ে দক্ষিন দিকে চলে যায়।
অভিযোগকারীরা আরো জানান কমপক্ষে ৩০-৪০ জন সন্ত্রাসী লাঠি-সোটা, দা-বল্লম, নিয়ে ক্ষেতের চার পাশে দাঁড়িয়ে থেকে মেশিনের দ্বারা ধান কেটে নিয়েছে।
সনাতন ধর্মালম্বীরা তাদের আস্ফালন ও মহড়ায় ভীত সন্ত্রস্ত হয়ে বাধা দেয়ার সাহস পায়নি। রাজেন্দ্র নাথ আরো জানান,  জমিগুলো ধর্মীয় প্রতিষ্ঠান, দেবোত্তরের সম্পত্তি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে বারবার অভিযোগ দিয়েও কোন সুফল পাওয়া যাচ্ছে না। হান্নান যোগ সাজশে ও ভুয়া কাগজপত্র দিয়ে জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত হান্নানের মুখোমুখী হতে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায় নি, তবে মুঠো ফোনে জানান, তিনি আওয়ামী  স্বৈরশাসনের আমলে চরম নির্যাতিত হয়েছেন, মন্দির কর্তৃপক্ষ সাবেক জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এবং সক্রিয় ইন্ধনে আমার ভোগ দখলীয় ৩৫ বছরের ঐ নিষ্কন্টক সম্পত্তি জবর দখল করেছে।
বিগত আওয়ামী সরকারের আমলে তিনি কোথাও ন্যায় বিচার পাননি বলেও জানান।
সংবাদ পেয়ে দুপুরে বীরগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন কিন্তু তার পূর্বেই দুর্বৃত্তরা ধান কেটে নিয়ে পালিয়ে গেছে।
পুলিশের ভূমিকায় মন্দির কমিটি চরম ক্ষোভ এবং অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো:  আব্দুল গফুর বিষয়টি অবগত আছেন, তবে কোন পক্ষই অভিযোগ করেন নাই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে মর্মে তিনি জানান।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com