বাসটির শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান,লিটন ট্রাভেলস পরিবহনের পরিচালক যশোর পৌর কমিশনার রিপন হোসেন, যশোর পৌর সভার কাউন্সিলার আজিজুর রহমান, বেনাপোল লিটন ট্রাভেলস এর দায়িত্বরত ব্যবস্থাপক আশাদুজ্জামান আশা, যশোর জেলা শ্রমিক ইউনিয়ন ২২৭ এর প্রচার সম্পাদক হারুন অর রশিদ ফুলু।
বেনাপোল কাউন্টার ম্যানেজার আশাদুজ্জামান আশা বলেন, সে চেকপোষ্টে অনেক পরিশ্রম করে ভাগ্যের পরিবর্তন এনেছে। বেনাপোলে সীমান্তে অনেকে তাকে অর্থের লোভ দেখিয়ে চোরাচালানি কাজে ব্যবহার করতে চাইলেও পারেনি। কারন আমার বিশ্বাস ছিল আমি পরিশ্রম করলে সফলতা ধরা আমাকে দিতে হবে। সে সামান্য বেতনে এই চেকপোষ্টে দোকানে চাকুরী করে এক সময় পরিবহন জগতে ঢুকে যাত্রী সেবায় কাজ শুরু করে। সততা ও নিষ্ঠার সাথে যাত্রী সেবায় কাজ করায় সে এপর্যন্ত এগুতে পেরেছে। আজ আর কোন কষ্ট নেই। আজ সে দেশের অন্যতম অত্যাধুনিক একটি পরিবহন এর দায়িত্ব পেয়েছে। যে গাড়ি ঢাকা কোলকাতা চলবে।