বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
গণঅ‌ধিকার প‌রিষদের বি‌ক্ষোভ সমাবেশ ও স্মারক‌লি‌পি প্রদান চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ড বিএন‌পির ২নং মহল্লা ক‌মি‌টির স‌ম্মেলন চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ৩টি প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা। মেঘনার নৌ-ডাকাত কানা জহিরসহ ১৪ জনের নামে মামলা ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মতলব উত্তরের পাচঁআনি উবি’র বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত ষোলঘর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায় চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায হাইমচরে অটোচাপায় শিশুর মৃত্যু শহ‌রে সিএন‌জি প্রবে‌শের উপর নি‌ষেধাজ্ঞা তু‌লে নি‌তে জেলা প্রশাস‌কের কা‌ছে সিএন‌জি চা‌লিত অ‌টো রিক্সা শ্রমিক ইউ‌নিয়‌নের স্মারকলি‌পি প্রদান

বেনাপোল পৌরসভা নির্বাচন নাসির উদ্দীন বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত

  • আপডেটের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৯১ বার পঠিত হয়েছে

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো:নাসির উদ্দীন বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) ভোট গণনা শেষে সিনিয়র জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেছেন।

সর্বশেষ ফলাফলের ভিত্তিতে দলীয় নৌকা প্রতীক নিয়ে নাসির উদ্দিন পেয়েছেন ১৩ হাজার ২৬৫ ভোট এসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী মফিজুু রহমান সজন (মোবাইল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮২৫ ভোট।

অন্যদিকে সাধারণ আসনে পুরুষ কাউন্সিলর সাদিপুর ১ নং ওয়ার্ড থেকে সুলতান আহমেদ বাবু (উটপাখি), ২ নং ওয়ার্ড থেকে শরিফুল ইসলাম (পাঞ্জাবী), ৩নং ওয়ার্ড থেকে মিজানুর রহমান (উটপাখি), ৪ নং ওয়ার্ড থেকে কাজী শাহিনুল ইসলাম (ব্রীজ), ৫ নং ওয়ার্ড থেকে আজিম উদ্দিন গাজী (পানির বোতল), ৬ নং ওয়ার্ড থেকে আসাদুজ্জামান (উটপাখি), ৭ নং ওয়ার্ড থেকে নুপুর হাজী (ব্রীজ), ৮ নং ওয়ার্ড থেকে হাসানুজ্জামান তাজিন (পাঞ্জাবি), ৯ নং ওয়ার্ড থেকে কামাল হোসেন (পাঞ্জাবি) মার্কা প্রতিক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১২ টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন। তারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৫০৪৪ জন এবং নারী ভোটারের সংখ্যা ১৫৩৪১ জন।মোট ভোটারের মধ্যে ১৭৫৯৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দীর্ঘ ১২ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেনাপোল পৌরসভার ভোট গ্রহন শুরু হয়। সকাল ৮টা থেকে একযোগে এ ভোটগ্রহন শুরু হয়ে চলে বিকাল ৪টা পযর্ন্ত। এই পৌরসভায় প্রথমবারের ইলেক্টনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোটগ্রহণ হলো।

সোমবার (১৭ জুলাই) সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভীড় করতে থাকে ভোটাররা। তবে পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশি। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের সংখ্যা। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন র‍্যাব, বিজিবি, আনসার, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমান আদালত।

বেনাপোল পৌরসভায় মেয়র প্রার্থী ২ জন, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সকাল থেকে ভোটগ্রহণ শুর হওয়ার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত পৌরসভার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া ভোটকেন্দ্রগুলো জুড়েই সর্বত্র ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয় বলে জানান প্রশাসন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com