মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ অক্টোবর জাতীয় জন্ম দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, মতলব প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।