চাঁদপুরের মতলব উত্তরজ উপজেলার মোহনপুর ইউনিয়নের পাচঁআনি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) পাচঁআনি উচ্চ বিদ্যালয় মাঠে সহকারী কমিশনার (ভূমি ) ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিলোল্ল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন এর সন্ঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। স্বাগত বক্তব্য রাখেন পাচঁআনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান৷
আরো বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মফিজুল ইসলাম, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, আরিফ উল্লাহ মুন্সি, সহ আরো অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উম্মুল আয়মা লাইলী, ইউপি সদস্য রিয়াদ মিয়া, সমাজসেবক শাহজাহান মুন্সি, মুরাদ মিয়া, ইকবাল হোসেন জয়, সাংবাদিক জাকির হোসেন বাদশা, কবির হোসেন মোল্লা, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা,অভিবাবকগণ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীবৃন্দ ৷