সুমন আহমেদ :
মতলব উত্তর উপজেলায় মোহনপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের মেঘনা নদীতে ভেসে ওঠা চরাঞ্চলের জমি ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী মৃত সেকান্তর আলী প্রধানের ছেলে আলী আহাম্মদ (৬২) বাদী হয়ে একই এলাকার মৃত হাবিব উল্লাহ প্রধানের ছেলে আওলাদ হোসেন (৪৫) এবং মৃত আলী রাজা প্রধানের ছেলে মো. হেদায়েত উল্লাহ (৫০) কে বিবাদী করে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ৩৬ বছর আগে উলুকান্দা গ্রামটি নদীগর্ভে বিলিন হলে আলী আহাম্মদ মোহনপুর কিছু দিন বসবাসের পর স্ত্রী সন্তান নিয়ে যশোর জেলায় চলে যায়। বর্তমানে তারা স্ত্রী সন্তান নিয়ে যশোর জেলাতেই বসবাস করে আসছে। নদী ভাঙ্গনের ১০ বৎসর পর উক্ত গ্রামটিতে পুনরায় চর ভাসলে গ্রামের অনেকেই সেই চরের জায়গায় পুনরায় বসবাস করা শুরু করলেও আলী আহাম্মদ তার পরিবার নিয়ে যশোরেই বসবাস করছে। এবং তারা মাঝে মধ্যে উলুকান্দা গ্রামের বাড়ী আসে। সেখানেই বিবাহ দেন নাতীন মানসুরা আক্তারকে। গতকাল সোমবার (২ ডিসেম্বর) দুপুর ২ ঘটিকার সময় আলী আহাম্মদ তার নাতিনের বাড়িতে বেড়াতে আসলে বিবাদী আওলাদ হোসেন এবং মো. হেদায়েত উল্লাহ প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হুমকি ধামকি ও মারমুখী আচার আচরণ করে। বিবাদীদের সাথে তাহাদের জায়গা জমি নিয়ে পূর্ব হতে বিরোধ চলমান রয়েছে বলে অভিযোগে উল্লেখ্য রয়েছে।
অভিযোগ সূত্র আরো জানা যায়, ঘটনার তারিখ ও সময় ঘটনাস্থল বাদী আলী আহাম্মদ তার নাতীনের বসত ঘরের ভিতর দুপুরের খাবার খাওয়াবস্থায় বিবাদীরা এবং অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদীদেরকে সাথে নিয়া আলী আহাম্মদকে আক্রমন করে। তাদের হাতে লোহার ধারালো ছেনা ও সাবল নিয়া বাদীক গলায় ধরে হুমকি ধামকি প্রদান করে বলে বাদী পক্ষের কেউ যেন আর কোন দিন অত্র এলাকায় না আসে এবং জায়গা জমির বিষয়ে কোন কথাবার্তা না বলে। উক্ত সময়ে বাদী আলী আহাম্মদকে মারধর ঠেলা ধাক্কা মারিয়া প্রান নাশের হুমকি ধামকি দিয়া ঘটনাস্থল থেকে চলে যায়।
এ বিষয়ে বাদী আলী আহাম্মদ জানান, আমি আমার পৈত্রিক সম্পত্তি চাওয়ায় গতকাল উলকান্দা গ্রামে আমার নাতীনের বাড়িতে আলসে বিবাদী আওলাদ হোসেন এবং মো. হেদায়েত উল্লাহ সহ আরো কয়েকজন আমাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। আর তারা বলে আমি যাতে আর কোনদিন তাদের কাছে জায়গা জমি না চাই এবং এই এলাকায় ফিরে না আসি। আমি এখন প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার চাই।
অভিযুক্ত আওলাদ হোসেন এবং মো. হেদায়েত উল্লাহর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাদেরকে পাওয়া যায়নি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আইন অনুভবের ব্যবস্থা গ্রহণ করা হবে।