মতলব উত্তর ব্যুরো :
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে ১০টি ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন প্রকাশ দুলাল (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মতলব উত্তর থানায় কর্মরত এসআই মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানাধীন কালির বাজার সংলগ্ন জনৈক আঃ জব্বার বেপারীর স’মিলের সামনে হইতে রায়েরকান্দি (বেপারী বাড়ী)র মোঃ সামসুল হক বেপারীর ছেলে মো. দেলোয়ার হোসেন প্রকাশ দুলালকে ১০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আসামীর দেহ তল্লাশী করে তার হেফাজত হইতে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।