সুমন আহমেদ :
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের উত্তর কলাকান্দা গ্রামের বাইতুল সালাম জামে মসজিদ ও কবরস্থানে জায়গার গাছ কর্তন করায় বাঁধা ও মিথ্যা তথ্য দিয়ে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী বরাবর অভিযোগের হয়রানির প্রতিবাদে একই এলাকার দেলোয়ার হোসেন ভূইয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী।
রবিবার (১ ডিসেম্বর) বিকেলে
কলাকান্দা গ্রামের বাইতুল সালাম জামে মসজিদ ও কবরস্থানর সামনে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন ঐ গ্রামের দুই শতাধিক নারী পুরুষ।
মানববন্ধনকারীরা জানান, উত্তর কলাকান্দা বাইতুস সালাম জামে মসজিদ ও কবরস্থান সংলগ্ন রাস্তার উপর স্থানীয় মসজিদের সাবেক মোতওয়াল্লি দেলোয়ার হোসেন ভূইয়া আমাদের মসজিদ ও কবরস্থানে জায়গার গাছ কর্তন করায় বাঁধা দিয় মিথ্যা তথ্য দিয়ে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী বরাবর অভিযোগ করেছে এবং বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় সংবাদ পরিবেশন করিয়েছে। আর এসব মিথ্যা, ভুয়া ও বানোয়াট তথ্য দিয়ে
সংবাদ প্রকাশের প্রতিবাদে আজ আমরা মসজিদ ও কবরস্থান কমিটির আয়োজন মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের কর্মসূচির পালন করেছি।
মানববন্ধনকারীরা আরো জানান, এই দেলোয়ার ভূঁইয়া বিগত সময়ে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় বহু অপকর্মের সাথে লিপ্ত ছিল। তিনি মসজিদের মোতওয়াল্লি থাকাকালীন অবস্থায় মসজিদ ও কবরস্থানের টাকা আত্মসাৎ করেছেন এবং বিভিন্ন অপকর্মে সাথে জড়িত। এখন আমরা প্রশাসনের কাছে দেলোয়ার ভূঁইয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দবি জানাচ্ছি।
বাইতুল সালাম জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারী, মুসল্লী ফরিদ উদ্দিন সরকার, মাহবুব আলম সজিব, ফয়সাল আল মুরাদ, মো. শাহ আলম জানান, আমাদের মসজিদ ও কবরস্থানে নামে ৬৪ নং চরপালালোকদি মৌজার বি এস ৩৪৪ দাগে মরহুম আ. রশিদ ভূইয়া ২৮ শতাংশ জমি ওয়াকফ করে দিয়ে গেছে। এই জমিতে মসজিদ ও কবরস্থান নির্মাণ করেছি। আমরা সমাজবাসী এই গাছ রোপন করেছিলাম। এখন কবরস্থানটির চারিদিকে খোলামেলা থাকার কারনে মরহুম আ. রশিদ ভূইয়ার ছেলে মো. কাউসার ভূইয়ার পরামর্শে গ্রামবাসী চতুর্দিকে বাউন্ডারি দেওয়ার পরিকল্পনা করি। কবরস্থানের বাউন্ডারি নির্মাণের জন্য আমরা গাছ গুলো কর্তন করি। তার পর দেলোয়ার হোসেন ভূঁইয়া ঢাকা থেকে এসে আমাদের না জনিয়ে তার জমি উল্লেখ্য করে ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী বরাবর অভিযোগ করে। এবং বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের বিরুদ্ধে একটি সংবাদ পরিবেশন করেন। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হলে এর প্রতিবাদে আমরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেছি।
এ বিষয়ে দেলোয়ার হোসেন ভূইয়ার মোবাইলে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভড করেন নাই।