সুমন আহমেদ :
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানে উদযাপিত হল ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪। এ উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। পরে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলমের সভাপতিত্বে ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আমানুর রহমান আমানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী।
আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার এসআই রতন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, কেন্দ্রীয় মতলব সমবায় সমিতির সভাপতি রাসেল ফয়েজ আহমেদ শাহীন, সমবায়ী রাশেদুল ইসলাম। স্বাগত বক্তব্য উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলম।
এসময় ইউএনও একি মিত্র চাকমা বলেন, সমবায়ের মাধ্যমে বেকারত্ব দুর করা সম্ভব। প্রতিটি মানুষের ভবিষ্যতে জীবন সুন্দর ও অভাব মুক্ত রাখতে সমবায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই নিয়ম মেনে সমবায় করুন, সমবায়ী হোন। তিনি বলেন, নতুন বাংলাদেশ নতুনভাবে সাজাতে এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সকলেই সমবায়ের মাধ্যমে সঞ্চয় করবো।