গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে দুই দিনে ২ টন ইলিশ, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ টি চায়না দুয়ারী চাই জব্দ করা হয়।
গত ১০ মার্চ দশানী, বকচর মোহনপুর হতে বাংলাদেশ কোস্ট গার্ডের মোহনপুর আউটপোস্টের সহায়তায় মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে ১০,০০০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ টি চায়না দুয়ারী চাই জব্দ করা হয়। পরে জাল গুলি পুড়িয়ে বিনষ্ট করা হয়। পর দিন ১১ মার্চ জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে দশানী কালীরচর এলাকা হতে ট্রলার যোগে ইলিশ ও জাটকা পাচার কালে বাংলাদেশ কোস্ট গার্ড মোহনপুর আউট পোস্টের সহায়তায় ২০০০ কেজি (২টন) ইলিশ ও জাটকা জব্দ করা হয়। পরে মাছ গুলি এতিমদের মাঝে বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিজয় কুমার দাস ও মোহনপুর কোস্ট গার্ডের সিসি এম কবির।