সুমন আহমেদ :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাজারে অভিযান চালিয়ে তিন দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার ( ৬ মার্চ) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ এ জরিমানা করেন।
মতলব উত্তর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তেলসহ প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মনিটরিং করার জন্য ছেংগারচর বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয় এ সময় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা তিনজন দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ। এসময় সঙ্গীয় ফোর্স ফোর্স সহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ জানান, এ সময় বাজারে ভোজ্যতেলের স্টকজতিত কোন সমস্যা পাওয়া যায়নি। কয়েকজন ক্রেতার সাথে আলাপ করে জানা যায় তারা সামান্য কিছু উচ্চমূল্যে সয়াবিন তেল খরিদ করছেন। এজন্য দোকানির কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযান অব্যাহত থাকবে।