সুমন আহমেদ :
মতলব উত্তরে মাসিক আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা।
এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন, মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম সহ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও এবং ওসি।