সুমন আহমেদ :
মতলব উত্তরে অবৈধ রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা মৎস্য অধিদপ্তরের কার্যালয়।
সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার মেঘনা নদীর ষাটনল, বাবুরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫টি বেহুন্দী ৬০০মিটার জাল জব্ধ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জালগুলো আনুমানিক মূল্য ছিল ২ লক্ষ টাকা। অভিযানে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাসের নেতৃত্বে বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স উপস্থিত ছিলেন।
বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মুজাম্মেল হক পিপিএম জানান, মতলব উত্তরের মেঘনা ও ধনাগোদা নদীর অংশে নৌ-পুলিশে একটি টিম সর্বক্ষণ টহলে থাকে। কোন রকমের অবৈধ কার্যকলাপ নদীতে করতে দেওয়া হবে না।
মতলব উত্তর উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, কোনোক্রমেই অবৈধ জালসহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জাল ব্যবহার করতে দেওয়া হবে না। এসব জাল ব্যবহার করে মাছের ডিম পর্যন্ত তুলে ফেলা হচ্ছে এবং দেশের স্বার্থে, দেশের সম্পদ রক্ষার স্বার্থে মৎস্য সম্পদ উন্নয়নের স্বার্থে অবৈধ জালের বিস্তার অবশ্যই রোধ করতে হবে। অভিযানের পর জব্দ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।