মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান স্বাধীনতা ও বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার উপজেলা পরিষদে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান এবং উপজেলা প্রধান সড়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ ও আলোকসজ্জা সহ নানান কর্মসূচী বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন।
এছাড়াও কুটির শিল্প, শীতকালীন পিঠা সহ নানান ইভেন্টে বিজয় ২০২৪ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রতিটি ইউনিয়ন অংশগ্রহন করে। বিকালে সাংবাদিক বনাম উপজেলা প্রশাসন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের পাশপাশি রাজনৈতিক দলগুলোও মহান বিজয় দিবস উদযাপন করেন। সকালে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবি দল, মহিলা দল, গণঅধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।