খান মোহাম্মদ কামাল,মতলব (চাঁদপুর) সংবাদদাতাঃ
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মানবতার সেবায়র নিয়োজিত রংধনু সমাজসেবা সংগঠনের উদ্যোগে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে রমজান মাস উপলক্ষে উপজেলার ও ছেংগারচর পৌরসভার গরীব,অসহায় ও দরিদ্র পরিবারদের মাঝে রমজান মাসের রোজাদারদের জন্য চিনি,ছোলা, খেজুর,মুড়িসহ অন্যান্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রোববার সকালে উপজেলার ইমাম উদ্দিন নূরীযা মাদ্রাসা প্রাঙ্গনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রংধনু সমাজসেবা সংগঠনের সভাপতি ছেংগারচর পৌর যুবলীগ নেতা মোঃ শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হারুর-অর রশিদ এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন,
ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আলহাজ্ব বেনজির আহম্মেদ মুন্সী, ছেংগারচর জেনারেল হাসপাতাল এর স্বত্বাধিকারী ও রংধনু সমাজসেবা সংগঠনের সহ-সভাপতি সুমনা আক্তার,সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন,সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান,সহ-সভাপতি মোঃ নাজিম দর্জি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন দর্জি,সহকারী কোষাধ্যক্ষ মোঃ রাজিব ইসলাম, সাংগহঠনিক সম্পাদক (১) মোঃ কাইয়ুম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আপল-আমিন বেপারী, দপ্তর সম্পাদক মোঃ ফরহাদ হোসেন রাকিব,সহ-দপ্তর সম্পাদক মোঃ আশিকুর রহমান,তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ধথর্ম বিসয়ক সম্পাদক হাফেজ মোঃ কাউছার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আবু সাইদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রমোঃ ইব্রাহিম বেপারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আলী নূর বেপারী, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মোঃ রুবেল মিয়াজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজমুল হাসান,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন, মোঃ রাজিব, মোঃ শাকিল লস্কর প্রমূখ।
উল্লেখ্য আর্ত মানবতার সেবায় রংধনু সমাজসেবা সংগঠনটি স্থাপিত হওয়ার পর থেকেই প্রতি বছর পবিত্র রমজান মাসে উপজেলা ও ছেংগারচর পৌরসভার গরীব ও অসহায় পরিবারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। এছাড়া এ সংয়গঠনটি মানবসেবা মূলক অন্যান্য কাজেও সহযোগিতা করে।