গোলাম নবী খোকনঃ মতলব (চাঁদপুর)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকারের উদ্যোগে ১০হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড় হলদিয়া গ্রামের নিজ বাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার কম্বল বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সমাজ সেবক আলহাজ্ব সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ্ ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফরাজীকান্দি ইউপি’র সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ফরাজীকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন সরকার, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, বিএনপি নেতা মনির হোসেন সরকার, মাসুদ আলম, ইউনিয়ন যুবদল নেতা বাফক সরকার, রোমান গাজী, সালাউদ্দিন তফাদার, মো. জাকারিয়া, মো. মোবারক হোসেন, মো. সাত্তার হোসেন প্রমুখ
কম্বল বিতরণ অনুষ্ঠানে বশির আহমেদ সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন বিএনপির প্রতিটি নেতাকর্মী যেন নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। সেই নির্দেশ অনুযায়ী আমি মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষের জন্য যা যা করা দরকার তার সবটুকু করবো।
তিনি আরও বলেন, একটি উন্নত রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে বিএনপি। এ জন্য দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করে সকল ধরনের সেবা প্রদানের লক্ষে ৩১ দফার আলোকে একটি নির্দিষ্ট পন্থায় এগুচ্ছে বিএনপি। তাই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতাকর্মীরা কাজ করছেন। স্বৈরাচারী সরকার দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করে পালিয়ে গেছে। তাই এই দেশকে একটি উন্নত বাংলাদেশে রূপ দিতে কাজ করছেন তারেক রহমান।
বশির আহমেদ সরকার আরো বলেন, আপনারা জানেন মতলবে বিএনপি প্রতিষ্ঠাতা করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা। তিনি আজ প্রয়াত, তার জন্য সবাই দোয়া করবেন, মহান রাব্বুল আল-আমিন যেন তাকে জান্নাতবাসী করেন। এবং তার রেখে যাওয়া উত্তরসূরী জননেতা চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা যেন চাঁদপুর-২ (মতলব উত্তর- দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।