শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ঢাকা তিতুমীর কলেজস্হ  ছাত্র কল্যাণ পরিষদের ইফতার মাহফিলে আগামীর নতুন বাংলাদেশ বিনিমানে বাসি তারেক রহমানের নেতৃত্বের সারথী হতে ঐক্যবদ্ধ রয়েছে — মোস্তফা খান সফরী চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন, দোয়া ও ইফতার মাহফিল নগর সমম্বয় কমিটির সভা  ঈদের আগেই পুরান বাজার ৩টি সড়কের কাজ সমাপ্ত করা  হবে,,,পৌরসভার প্রশাসক মোঃ গোলাম জাকারিয়ার ঈদু উল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা  লঞ্চে ধারন ক্ষমতার বেশি ১ জন যাত্রী নেয়া যাবে না,,,,জেলা প্রশাসক  মতলব উত্তরে সরকারি চাল বিতরণে অনিয়মে মোহনপুর ইউনিয়নের দুই মেম্বারের বিরুদ্ধে থানায় অভিযোগ আগামী শনিবার চাঁদপুর মহাশ্মশানের বার্ষিক বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী পূজা শাহরাস্তির মনিপুরে ৩ সন্তানের জনককে জবাই করে হত্যা।  মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি আব্দুল গফুর ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত চাঁদপুরে আত্মসমর্পণ করতে গিয়ে ৫ ইউপি চেয়ারম্যান জেল হাজতে

মতলব উত্তরে সরকারি চাল বিতরণে অনিয়মে মোহনপুর ইউনিয়নের দুই মেম্বারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেটের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ন্যায্যমূল্য চাল বিতরণের জন্য দেয় সরকার। অভিযোগ উঠেছে, নির্ধারিত ১০ কেজির পরিবর্তে নিজের অনুগতদের মাঝে ৭কেজি করে চাল বিতরণ করে ও ৪টন চাউল চুরি করিয়া বিক্রি করে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৯নং ইউপি সদস্য রিয়াদ মেম্বার ও ৮নং ইউপি সদস্য নাদিম মেম্বা।


এ বিষয়ে ওই ইউনিয়নের মোঃ সানা উল্লাহ হাওলাদার নামে এক বাসিন্দা মঙ্গলবার (১৭ মার্চ) মতলব উত্তর থানা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে মোঃ সানা উল্লাহ হাওলাদার উল্লেখ করেন, বর্ণিত ১-২নং বিবাদীরা (রিয়াদ মেম্বার ও নাদিম মেম্বার) আমদের মোহনপুর ইউনিয়নের ৮.৯নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে দায়ীত্বরত আছেন।

বর্নিত ৩নং বিবাদী (বিল্লাল হোসেন) অত্র ইউনিয়নের সরকারী লাইসেন্সপ্রাপ্ত ন্যায্য মূল্যের পন্য বিতরনকারী ব্যক্তি। আমি অত্র ইউনিয়নের একজন বাসিন্দা হিসাবে সমাজের বিভিন্ন সামাজিক অঙ্গসংগঠনের সাথে সম্পৃক্ত আছি।

বর্ণিত ১,২,৩নং বিবাদীরা দীর্ঘদিন যাবত অত্র ইউনিয়নের সরকারী অনুদান আত্মসাত করিয়া আসছে। যাহা ইতিপূর্বে বিবাদীদেরকে আমরা স্থানীয় লোকজন বাধা নিসেধ করিয়া আসছি। কিন্তু বিবাদীরা কাহারো কোন কথার তোয়াক্কা না করিয়া তাহাদের অপকর্ম অব্যাহত চলমান রাখার একপর্যায় ঘটনার তারিখ ১৬/০৩/২০২৫ দুপুর ১.৩০ ঘটিকায় ৭নং মোহপনুর ইউনিয়নে বর্নিত ১-২নং বিবাদীরা (রিয়াদ মেম্বার ও নাদিম মেম্বার) অজ্ঞাতনামা বিবাদীদের সাথে নিয়া মোহনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সরকারী বরাদ্ধকৃত ২০ টন চাউল আসে। বর্নিত বিবাদীরা ১৬ টন চাউল জনসাধারনের মাঝে বিতরন করিলেও, উক্ত ইউনিয়নের প্রায় ৬০ জনের অধিক লোক তাহাদের প্রাপ্য কাটদারী চাউল না পাইলে, আমি সহ আমাদের এলাকার লোকজন ইউনিয়ন সচিবকে জিজ্ঞাসাবাদে জানিতে পারি যে, ২০ টন চাউল আসিলেও, ১৬ টন বিতরন হয়। এমনকি জনপ্রতি ১০ কেজি বিতরনের কথা থাকলেও জনপ্রতি বিবাদীরা ৭ কেজি করিয়া বিতরন করে। আমি এলাকার লোকজন নিয়া ১-২নং বিবাদীদেরকে জিজ্ঞাসাবাদে বিবাদীরা কোন সদত্তর না দিয়া বেপরোয়া কথাবার্তা বলাবলি করে এবং বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে। ১-২নং বিবাদীরা উক্ত ৪ টন চাউল চুরি করিয়া অন্যত্র বিক্রি করিয়া দেয়। তাছাড়া বর্ণিত ৩নং বিবাদী ন্যায্যমূল্যের পন্য ৫ কেজি চাউলে ৩০০ গ্রাম চাউল কমে বিতরন করিয়া আসছে। বিবাদীদের এই ধরনের কর্মকান্ডের বিষয়ে আমরা এলাকার লোকজন আলোচনা করিয়া, এই বিষয়ে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহনের আশায় থানায় অত্র অভিযোগখানা দাখিলে কিছুটা বিলম্ব হইল। এবিষয়ে জানতে মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com