হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানাযায় নারায়নপুর পৌরসভার গাবুয়া গ্রামের কবির মোল্লার ছেলে কাদির মোল্লা ২০ জানুয়ারী বিকাল অনুমানিক তিনটার সময় ঘরে আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
তার ছোট ভাই শাকিল বলেন বড় ভাই সকালে ভাবীর সাথে মোবাইলে কথা কাটাকাটি হয়। পরে দুপুরে খাওয়া দাওয়া শেষে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি ডাকাডাকি করলেও দরজা খুলে নাই পরে আমি দরজার উপরে দিয়ে উকি দিয়ে দেখতে পাই ভাইয়া ফাঁসিতে ঝুলে আছে ।
তখন দরজা ভেংগে ঘরে প্রবেশ করি । আমার ডাক চিৎকারে বাড়ীর লোকজন এসে তাকে উদ্বার করে মতলব দক্ষিন উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাঃ শারমিন সুলতানা শান্তা তাকে মৃত ঘোষনা করেন । গত সাত মাস আগে কাদির মোল্লা পাশের উপজেলার শাশ্মনখলা গ্রামে মিম আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মাঝে কলোহ চলে আসছে । ঘটনার সময় তার স্ত্রী মিম আক্তার বাবার বাড়িতে ছিলেন ।
এ বিষয়ে অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ বলেন লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায়একটি অপমৃত্যুর মামলা হয়েছে ।