মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলা সদরের ঐতিহ্যবাহী মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বোরহান উদ্দীন খানের জানাজার নামাজ সোমবার (১৪ ডিসেম্বর) জোহর বাদ নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে তার নিজ গ্রাম উপজেলার বহরীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫ টায় তিনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান( ইন্না লিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম বোরহান উদ্দিন খান ১৯৯৪ সালে মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ে গণিত বিষয়ের শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে ২০১০ সালে তিনি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।তাঁর একমাত্র মেয়ে একটি বেসরকারী মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ও ছেলে নবম শ্রেণীতে অধ্যয়নরত।