বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
মতলব উত্তরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক মাঠ দিবস  সরকার প্রতি বছর ২০হাজার কোটি টাকারও বেশি তেল আমদানি করে থাকে —-মহাপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল ইসলাম  চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক  আকাশ মন্ডল ইরফান ৭ দিনের রিমান্ডে চাঁদা না দেওয়ায় মতলব উত্তরে ব্যবসায়ীর উপর হামলা : থানায় মামলা ফেইজবুকে আইফোন বিক্রির বিজ্ঞাপন, প্রতারকের ছুরিকাঘাতে ৩ যুবক আহত চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেয়াদ উত্তীর্ণ কমিটি বাদ দিয়ে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবীতে ফরাজীকান্দি ইউনিয়নে বিএনপি‘র গণমিছিল মুরাদনগরে ব্রিজ ভেঙে অটোচালক আহত। মতলব উত্তরে ১২টি ইটভাটায় পুড়ছে শিশুর ভবিষ্যৎ সৎসঙ্গ ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটি গঠন 

মর্ডাণ শিশু একা‌ডে‌মির বা‌র্ষিক মিলাদ ও‌ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী‌দের বিদায়

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক । মর্ডাণ শিশু একা‌ডে‌মির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী‌দের বিদায় ও বা‌র্ষিক মিলাদ স্কুল প্রাঙ্গ‌ণে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার সকাল ১০টায় শহ‌রের ব‌্যাংক ক‌লোন‌ি‌ এলাকায় অব‌স্থিত শিক্ষার্থী‌দের বিদায় অনুষ্ঠা‌নে মর্ডাণ শিশু একা‌ডেমির অধ‌্যক্ষ ওমর ফারু‌কের সভাপ‌তি‌ত্বে স্বাগত বক্তব‌্য রা‌খেন বিষ্ণুদী কল‌্যাণ স‌মিতর সভাপ‌তি মোঃ ইসমাইল হোসোইন, বি‌শেষ অ‌তিথির বক্তব‌্য রা‌খেন ব‌্যাংক ক‌লোনী জা‌মে মসজি‌দের সাধারন সম্পাদক জয়নাল আ‌বেদীন, বিষ্ণুদী কল‌্যাণ স‌মি‌তির সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হো‌সেন, ডাক্তার এনামুল হক মজুমদার, অ‌বিভাবক‌দের প‌ক্ষে জ‌হিরুল ইসলাম, শিক্ষ‌দেরর প‌ক্ষে শিক্ষক মোঃ কামাল ‌হো‌সেন।


বিদায়ী শিক্ষার্থী‌দের প‌ক্ষে বক্তব‌্য রা‌খেন পঞ্চম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান সাফা, হুমায়ারা আসফা আরধ‌্য ও ছাত্র দিব‌্যজ্যো‌তি সরকার।

এসময় উপ‌স্থিত ছি‌লেন ম‌ফিজুল ইসলাম মিয়াজী, শা‌ন্তি রঞ্জন সরকার, চিত্র শিল্পী অ‌ভি‌জিত রায় চাঁদপুর মর্ডাণ শিশু একা‌ডে‌মির উপাধ‌্যক্ষ মঞ্জুমা হক, শাহানারা আক্তার, ফা‌হিমা আক্তার, নাজমুল ইসলাম রোমান, তাহ‌মি‌না আক্তার, শাহনাজ পারভীন, রোকসানা আক্তার রা‌খি, তাস‌মিয়া আক্তার জে‌রিন।

বা‌র্ষিক দোয়া ও মিলাদ প‌রিচালনা ক‌রেন
আব্দুর রহমান জা‌মে মস‌জি‌দের পেশ ইমাম হা‌ফেজ মোঃ মিজানুর রহমান।

বক্তারা ব‌লেন স্কুল‌টি ১৯৯৯ সা‌লে প্রতিষ্ঠা লাভ করার পর থে‌কে সুনা‌মের স‌হিত এলাকার শিক্ষার মানোয়ন্নয়ন ক‌রে আস‌ছে। প্রতিষ্ঠান‌টি থে‌কে প্রতিবছর অ‌নেক শিক্ষার্থী পঞ্চম শ্রেণি পাশ ক‌রে মাধ‌্যমিক স্ত‌রে পদার্পণ কর‌ছে। এ বিদ‌্যালয় থে‌কে প্রাথ‌মিক স্তর শেষ করা অ‌নেক শিক্ষার্থী দে‌শের সুনাসধন‌্য সরকা‌রি বেসরকা‌রি অ‌নেক প্রতিষ্ঠা‌নে কর্মরত র‌য়েছে। আমরা সক‌লে এ স্কুল‌টির উ‌ত্তরোত্তর সাফল‌্য কামনা কর‌ছি।

অনুষ্ঠা‌নের শুরু‌তে প‌বিত্র বোরআন থে‌কে তেলাওয়াত করেন চতুর্থ ‌শিক্ষার্থী আবু নাইম ও গীতা পাঠ ক‌রেন মি‌থিলা সরকার।

‌বিদ‌্যালয়‌রে পক্ষ থে‌কে বিদায়‌ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের স্মৃ‌তি স্মারক ও শিক্ষা উপকরণ তু‌লে দেন অনুষ্ঠা‌নে আগত অ‌তি‌থিবৃন্দ। পরবর্তী‌তে বিদায়ী শিক্ষার্থীরা ক্লাশ পা‌র্টি ক‌রে। সব‌শে‌ষে তবারক বিতার‌নের মধ‌্যদি‌য়ে অনুষ্ঠা‌ন সমাপন হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com