নিজস্ব প্রতিবেদক । মর্ডাণ শিশু একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের ব্যাংক কলোনি এলাকায় অবস্থিত শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মর্ডাণ শিশু একাডেমির অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিষ্ণুদী কল্যাণ সমিতর সভাপতি মোঃ ইসমাইল হোসোইন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংক কলোনী জামে মসজিদের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, বিষ্ণুদী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন, ডাক্তার এনামুল হক মজুমদার, অবিভাবকদের পক্ষে জহিরুল ইসলাম, শিক্ষদেরর পক্ষে শিক্ষক মোঃ কামাল হোসেন।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন পঞ্চম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান সাফা, হুমায়ারা আসফা আরধ্য ও ছাত্র দিব্যজ্যোতি সরকার।
এসময় উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম মিয়াজী, শান্তি রঞ্জন সরকার, চিত্র শিল্পী অভিজিত রায় চাঁদপুর মর্ডাণ শিশু একাডেমির উপাধ্যক্ষ মঞ্জুমা হক, শাহানারা আক্তার, ফাহিমা আক্তার, নাজমুল ইসলাম রোমান, তাহমিনা আক্তার, শাহনাজ পারভীন, রোকসানা আক্তার রাখি, তাসমিয়া আক্তার জেরিন।
বার্ষিক দোয়া ও মিলাদ পরিচালনা করেন
আব্দুর রহমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ মিজানুর রহমান।
বক্তারা বলেন স্কুলটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠা লাভ করার পর থেকে সুনামের সহিত এলাকার শিক্ষার মানোয়ন্নয়ন করে আসছে। প্রতিষ্ঠানটি থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী পঞ্চম শ্রেণি পাশ করে মাধ্যমিক স্তরে পদার্পণ করছে। এ বিদ্যালয় থেকে প্রাথমিক স্তর শেষ করা অনেক শিক্ষার্থী দেশের সুনাসধন্য সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। আমরা সকলে এ স্কুলটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র বোরআন থেকে তেলাওয়াত করেন চতুর্থ শিক্ষার্থী আবু নাইম ও গীতা পাঠ করেন মিথিলা সরকার।
বিদ্যালয়রে পক্ষ থেকে বিদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের স্মৃতি স্মারক ও শিক্ষা উপকরণ তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। পরবর্তীতে বিদায়ী শিক্ষার্থীরা ক্লাশ পার্টি করে। সবশেষে তবারক বিতারনের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপন হয়।