মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুর মাইশা, ফেরদৌসি স্নেহা, নবম শ্রেণির শিক্ষার্থী তাসনিম সুফলা ও আফরিন জাহানের যৌথ সঞ্চালনায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবধনা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, আধা ঘন্টা পূর্বে তোমরা পরীক্ষা হলে যাবে।খাতায় নাম, রোল নাম্বার লিখবে।অর্বেজিব প্রশ্ন আগে লিখবে।অপরেরটা দেখে লিখবে না। তোমরা আলোকিত মানুষ হবে এই মনোভাব নিয়ে এসএসসি পরিক্ষায় অংশ নিবে। তুমি সঠিক যেটা তোমরা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে।আমরা তোমাদের নিয়ে অনেক আশা করি মানুষের মতো মানুষ হবে। এসময়টি তোমাদের জন্য একটি গুরুত্ব পূর্ন দিন। তোমরা তোমাদের পিতা মাতা ও শিক্ষকদের কথা মন দিয়ে শুনেছ। তোমাদের সামনে যে টুকু সময় আছে সেই সময়টা তোমা হেলায় কাটাবে না। পড়া লেখায় মনযোগ দিয়ে পড়বে। তোমরা পরীক্ষার হলে এক সিয়ালে উত্তর লিখবে। তবেই তোমার মার্ক কেউ কাটতে পারবে না। আজকে তোমরা যারা বিদায় নিয়ে যাচ্ছ এটা তোমাদের বিদ্যালয়। শুধু মাত্র তোমাদের একাডেমীর কার্যক্রম শেষ হচ্ছে। বিদ্যালয় তোমাদের। তোমরা উচ্চ শিক্ষার শিখরে গেলে ও এ বিদ্যালয়কে ভুলে যাবে না। তোমরা পরীক্ষার সময় সচেতন থাকবে। ঠিক মতো খাওয়া দাওয়া করবে ও বিশ্রাম নিবে। পড়া লেখার সময় সঠিক ভাবে পড়ালেখা করবে।প্রত্যেকটা বছরের পরীক্ষার আমরা শিক্ষার্থীদের কাছ থেকে শিখেছি। এবছর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সব ধরনের শিক্ষার্থীদের সংমিশ্রনে ব্যাইচ তৈরি করা। আমরা সকল শিক্ষার্থীদের জন্য দোয়া করি তোমরা ভাল ভাবে পরীক্ষা দিবে। আজকে যারা বিদায় নিচ্ছ তোমাদের অবয়ব আর কোনো দিন শ্রেণী কক্ষে দেখবো না। এ গন্ডি পেরিয়ে তোমরা দেশ গড়ার হাতিয়ার হবে।তোমরা বিতর্কিত কোনো কাজ করবে না। বাবা মাকে সব সময় শ্রদ্ধা করবে। এসএসসি।পরীক্ষায় তুমি যে প্রশ্নের উত্তর পারবে সেটাই আগে লিখবে। যেটা পারোনা সেটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। পরীক্ষা হলে স্যারদের সাথে ভাল আচরন করবে। খারাপ আচরন করলে সেই স্যার তোমার জীবন অন্ধকারে নিয়ে যেতে পারে। জীবন তোমার, গড়বে তুমি।
আরো বক্তব্যে রাখেন, প্রভাতি শাখার ইনচার্জ শিক্ষক নিহার কান্তি চক্রবর্তী, দিবা শাখার ইনচার্জ শিরিন আক্তার,
সহকারি শিক্ষক মোঃ কবির আহমেদ,মোঃ নাজির আহমেদ, আব্দুর খালেক, রাজিয়া সুলতানা, পারভিন আক্তার ইমু, শরিফ হোসেন, নাসরিন আক্তার, ফারিয়া হাসনিন, চাঁদ সুলতানা, সরকার মোঃ সেলিম, মনির হোসেন, আবুল কালাম, সুলতাস জসীম, পরীক্ষার্থী নাফিসা খানম নোভা, ফাহা মীফ, দশম শ্রেণির শিক্ষার্থী সাঈয়োদা ও উম্মে হাফসা।
মানপত্র পাঠ করে নবম শ্রেণির শিক্ষার্থী তাহিরা আফিফা। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করে ৮ম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া খানম ও গীতা পাঠ করে ১০ শ্রেণীর শিক্ষার্থী দেবযানী দেবনাথ। মোনাজাত পরিচালনা করেন শিক্ষক কবির আহমেদ। এ বছর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে
২৪১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে।