চাঁদপুর জেলা প্রতিনিধি: চাঁদপুরে জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে,শেষ শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এতে অংশ নেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব,আব্দুর রশিদ সরদার যুগ্মসাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, এডভোকেট জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন সরকার দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া সদস্য এডভোকেট বদরুজ্জামান কিরণ গাজী বেলায়েত হোসেন বিল্লাল, জেলা আওয়ামীলীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া সদস্য এডভোকেট জসিম উদ্দিন পাটোয়ারী,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, শ্রমবিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু,জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুর রহমান,মহিলা আওয়ামীলীগের রেনু বেগম, পৌর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনি বেগম,সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।