স্টাফ রিপোটার : রাজধানীর কাকরাইলে মা ও ছেলে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তাসহ আবদুল করিমকে ছয়দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
শুক্রবার করিম ও মুক্তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন রমনা থানার পরিদর্শক(তদন্ত) মো. আলী হোসেন।
শুনানি শেষে মহানগর হাকিম খোরশেদ আলম তাদের ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
কাকরাইলের রাজমনি প্রেক্ষাগৃহের কাছের একটি বাড়িতে বুধবার সন্ধ্যায় খুন হন গ্রোসারি ব্যবসায়ী করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার এবং তার ছেলে সাজ্জাদুল করিম শাওন। শামসুন্নাহারের বড় দুই ছেলে বিদেশে থাকেন।
মুন্সিগঞ্জের শামসুন্নাহার করিমের প্রথম স্ত্রী। করিমের দ্বিতীয় স্ত্রী ফরিদার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিনি চার বছর আগে মুক্তাকে বিয়ে করেন।
নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী মামলা করার পর করিম ও মুক্তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় মুক্তার ভাই আল আমিন জনিকেও আসামি করা হয়েছে। তবে তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি।