বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ সন্তানের কাছে তার বাবা সুপারস্টার না: অপু বিশ্বাস ৩০ চীনা কোম্পানির ‘১০০ কোটি ডলারের’ বিনিয়োগ প্রতিশ্রুতি মিলেছে: বিডা চেয়ারম্যান বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি, জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা মা-মেয়ে-স্ত্রীর সঙ্গে ঈদের ছবি পোস্ট স্বৈরাচারমুক্ত বরকতময় দিন উদযাপন করছি: তারেক রহমান চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে  জেলা প্রশাসকের লঞ্চঘাট ঘাট পরিদর্শন।। আজ চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ  চাঁদপুর শহরের মার্কেট গুলোতে শেষ মুহূর্তে ক্রেতার পদচারনায় মুখরিত  হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুমাতুল বিদা”য় লক্ষাধিক মানুষের অংশগ্রহণ 

মা-মেয়ে-স্ত্রীর সঙ্গে ঈদের ছবি পোস্ট স্বৈরাচারমুক্ত বরকতময় দিন উদযাপন করছি: তারেক রহমান

  • আপডেটের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৯ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতরের দিনে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেছেন তারেক রহমান।
সেই ছবিতে তারেক রহমানের মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানও রয়েছেন।

ছবিটি শেয়ার করে তারেক রহমান ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘বাংলাদেশের জনগণ এবং সারা বিশ্বের মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করছে। আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।’

তিনি বলেন, ১৭ বছর ধরে বাংলাদেশের নির্যাতিত জনগণ প্রার্থনা করে এসেছেন যে তারা একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে ঈদ উদযাপন করবেন; যেখানে স্বৈরাচার তাদের কণ্ঠস্বরকে দমন করতে পারবে না।

২০২৪ সালে সেই প্রার্থনার প্রতিফলন এসেছে। এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে দুই হাজারেরও বেশি জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো এই ঈদে আমরা স্বৈরাচারী শাসন থেকে মুক্ত একটি দেশে পবিত্র রমজান মাসের পর এই বরকতময় দিনটি উদযাপন করছি। সর্বশক্তিমান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমি এই স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার জন্য এবং সেই সংগ্রামের ক্ষত বহনকারী শহীদদের জন্য প্রার্থনা করছি।

তিনি আরো বলেন, ‘সর্বজনীন ঐক্যের এই উৎসবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতাকর্মীসহ সকল বাংলাদেশির প্রতি আহ্বান জানাচ্ছি, স্বৈরাচারমুক্ত দেশে আমাদের প্রথম ঈদের আনন্দ প্রিয়জনদের হারিয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন এমন পরিবারের সাথে ভাগাভাগি করে নিন।’

তারেক রহমান এ-ও বলেন, ‘যাদের সময় এবং সামর্থ্য আছে তাদের প্রতি আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের কমিউনিটির মানুষের যত্ন নিন, আপনাদের সহকর্মী দেশবাসীর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। এতিমখানার শিশুদের সাথে খাবার ভাগাভাগি করুন-যুবকদের যারা পরিবারের অনুপস্থিতিতে তাদের প্রাতিষ্ঠানিক বাড়িতেই ঈদ উদযাপন করতে বাধ্য। দরিদ্রদের প্রতি আপনাদের সমর্থন জানান, যাতে অর্থনৈতিক দুর্দশা তাদের আনন্দের এই মুহূর্তটি কেড়ে না নেয়।’

তিনি বলেন, আমি পরিবহন মালিক এবং শ্রমিকদের কাছে আবেদন করছি যে তারা অতিরিক্ত ভাড়া আরোপ করা থেকে বিরত থাকুন, যাতে ঘরমুখো যাত্রীরা বাড়তি বোঝা ছাড়াই তাদের পরিবারের সাথে ঈদের জন্য পুনরায় মিলিত হতে পারেন।

তিনি আরো বলেন, ‘আমরা যখন উৎসব উদযাপন করছি অতীতের শক্তিগুলো আমাদের জাতিকে অস্থিতিশীল করার জন্য বদ্ধপরিকর। আমি সকল নাগরিককে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি, যারা এই কষ্টার্জিত শান্তি বিঘ্নিত করতে চায় তারা যেন তাদের এজেন্ডার জন্য ঈদের ছুটিকে কাজে লাগাতে না পারে। যদি আমরা একসাথে দাঁড়াতে ব্যর্থ হই, তাহলে এই শক্তিগুলো আমাদের ঐতিহাসিক বিজয়কে নষ্ট করার ঝুঁকিতে ফেলতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘পরিশেষে, আমি আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলাকে ঈদের সময় আরো সতর্কতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি; যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের জনসাধারণের জীবন ও সম্পত্তির ক্ষতি করা থেকে বিরত রাখতে।’

‘স্বাধীন বাংলাদেশে এই প্রথম ঈদ হোক সকলের জন্য শান্তি, ঐক্য এবং আনন্দের ভাগাভাগি। আমি আল্লাহর কাছে এই আশীর্বাদ প্রার্থনা করি।’

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com