আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ
মুরাদনগরে পাটনার প্রকল্প সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যপী মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে উপজেলা ২২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক কৃষাণী, উত্তম কৃষি চর্চা নিরাপদ শাক সবজি উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মুরাদনগর কৃষি অফিসার কৃষিবিদ পাভেল খান পাপ্পু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপপরিচালক শস্য কৃষিবিদ মো : আল মামুন রাসেল, কৃষি সম্প্রসারণ অফিসার মো: নুর আলম,
কৃষি সম্প্রসারণ উপসহকারী অফিসার মো: মোশাররফ হোসেন সরকার, উপসহকারী কৃষি অফিসার, মো: সাম মিয়া প্রমুখ।