কুমিল্লা প্রতিনিধিঃ
মুরাদনগরে সাংবাদিকতার মানোন্নয়ন বিষয়ের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ হল রুমে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয় ।
দৈনিক আমাদের সময় পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক এম কে আই জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন মুরাদনগর প্রতিনিধি আবুল কালাম আজাদ ভূঁইয়া,
দৈনিক সমকাল পত্রিকা মুরাদনগর উপজেলা প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ ও ইত্তেফাকের মুরাদনগর সংবাদাতা মোশাররফ হোসেন মনির।
এসময় বক্তারা বলেন, অপ-সাংবাদিকতাকে রুখতে হলে সবার আগে জানতে হবে। না জেনে না বুঝে শুধু কার্ড নিয়ে মাঠে ঘাটে দৌড়ঝাঁপ করলে সাংবাদিক হওয়া যায়না। বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনের জন্য এ ধরনের শিক্ষামূলক সেমিনার ও ট্রেনিংয়ের বিকল্প কিছু নেই। বর্তমান সময়ে সাংবাদিকতায় বেসিক ট্রেনিং ও নীতি-নৈতিকতা শিক্ষা খুবই জরুরি।
উক্ত সেমিনারে – নিউজ লেখার কৌশল ও ভাষার ব্যাবহারের উপর বক্তব্য রাখেন
বাংলাদেশ সংবাদ সংস্থা ( বাসস) এর কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মহসিন কবির,
বাংলা শব্দ ও বাক্যের ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ টাইমস এর সাব এডিটর লেখক ও সাংবাদিক আব্দুল্লাহ আল মেহেদী,
টিভি রিপোর্টিং ও অপ-সাংবাদিকতা রোধে করুণীয় বিষয়ে আলোচনা করেন
বাংলাদেশের সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক আমাদের কুমিল্লা মুরাদনগর প্রতিনিধি- এন এ মুরাদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন ও হাদিসের আলোক শিক্ষার গুরুত্ব নিয়ে অর্থসহ ব্যাখা করেন মেহেদী হাসান আবেদ। উক্ত সেমিনারে মুরাদনগর উপজেলার ২৫ জন সংবাদকর্মী অংশ নেন।