ক্রাইম এ্যাকশন ডেস্ক//
কোন মুসলিম নারীর আইন অনুযায়ী তার স্বামী যদি বেঁচে না থাকেন তবে তিনি তার মৃত স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে নির্ধারিত অধিকার ভোগ করতে পারবেন। যদি স্ত্রীকে তার মৃত স্বামীর সম্পত্তি এবং তার অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়, তাহলে তিনি আইনের আশ্রয় নিতে পারেন।
একজন স্ত্রীকে তার স্বামীর মৃত্যুর পর কোনোভাবেই তার বাসস্থান থেকে জোর করে বের করে দেওয়া যাবে না। যেখানে তিনি বসবাস করছেন, এই গৃহে তার বাস করার অধিকার রয়েছে। মুসলিম আইন স্ত্রীকে উত্তরাধিকারী করেছে এবং স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে নির্ধারিত অংশ পেতে হকদার করেছে।
একজন বিধবা স্ত্রী স্বামীর রেখে যাওয়া সম্পত্তির সন্তান থাকা অবস্থায় ১/৮ অংশ (এক-অষ্টমাংশ) পাবেন এবং সন্তান না থাকলে ১/৪ অংশ (এক-চতুর্থাংশ) পাবেন। এ ক্ষেত্রে তার প্রাপ্য সম্পত্তি তাকে বুঝিয়ে দিতে হবে। তবে তিনি স্বেচ্ছায় অন্য কোথাও থাকতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না। কেউ সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইলে কিংবা তার সম্পত্তি দখল করে নিলে তিনি আদালতের আশ্রয় নিতে পারবেন।
দেওয়ানি আদালতে বণ্টনের মোকদ্দমা করার অধিকার তার রয়েছে। স্বামীর মৃত্যুর পর স্বামী ব্যাংকে কোনো টাকা রেখে গেলে কিংবা সঞ্চয়পত্র কিনে রাখলে সম্পত্তির অংশ যে অনুসারে পেতেন, সে অনুযায়ী এই টাকাও পাবেন। এ জন্য আদালত থেকে উত্তরাধিকার সনদ পেতে তিনি আবেদন করার অধিকারও রাখেন।
একজন বিধবা নারী তার স্বামীর পরিশোধ করে না যাওয়া দেনমোহর পাওয়ার অধিকারী। স্বামীর মৃত্যু হলেই যে দেনমোহর পাবেন না, তা নয়। দেনমোহর ঋণের মতো, স্বামীর অবর্তমানে স্বামীর উত্তরাধিকারীরা তা পরিশোধ করতে বাধ্য। দেনমোহর পরিশোধ না করা হলে স্বামীর মৃত্যুর তিন বছরের মধ্যে পারিবারিক আদালতে মামলা করে তিনি তা আদায় করতে পারবেন।
স্বামীর মৃত্যু পরে স্ত্রী অন্যত্র বিয়ে না করলে তার নাবালক সন্তানদের তত্ত্বাবধান করার অধিকার থেকে বঞ্চিত হবেন না। স্ত্রী তার নাবালক সন্তানদের কাছে রাখার অধিকারী। কর্মক্ষম সন্তান থাকলে তাদের কাছ থেকে আইনত তিনি ভরণপোষণ দাবি করতে পারেন। একজন স্ত্রী তার স্বামীর মৃত্যুর পর প্রাপ্য অংশ যে কারও কাছে বিক্রি করতে পারেন কিংবা যেকোনোভাবে হস্তান্তর করতে পারেন।