গোলাম নবী খোকনঃ দেশের অন্যতম সেচ প্রকল্প মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বন্যা নিয়ন্ত্রণ বেড়ীবাঁধ।
এ প্রকল্পে সেচ মৌসুমে প্রতিবছরই পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ ও পানি ব্যবস্থাপনা ফেডারেশন এর সিদ্ধান্ত মোতাবেক সেচ মৌসুমে ১ লা জানুয়ারী সেচ উদ্বোধন করার কথা থাকে এবং উদ্বোধন হয় কিন্তু কৃষকের মাঠে সেচ সরবরাহ হয় প্রত্যেক বছর সেচ মৌসুমের জানুয়ারির ২০, ২২ অথবা ২৫ জানুয়ারী। আর যে সমস্ত সেচ ক্যানেল, সেকেন্ডারী ও টারশিয়ারি ক্যানেল গুলি প্রায় গুলিই ঝড়া ঝিন্ন। এছাড়া মাঠনালা গুলিও বেশী ঝড়া ঝিন্ন। সম্পূর্ণ পানি অপচয় হয়ে যায়। ধান রোপন করার এক থেকে দের মাস পর কৃষকের জমিতে নিতে বারোটা বেজে যায়। প্রতি বছর সেচ মৌসুমে এলে সেচ ক্যানেল, সেকেন্ডারী ও টারর্শিয়ারী ক্যানেল সরকারী বরাদ্দে ঘাস সাফ করা হয় আর মাঠনালা গুলো করতেন কৃষক প্রতিনিধি বৃন্দ, তাও কৃষকের খরচে। গত মৌসুম থেকে চলতি মৌসুম পর্যন্ত সেচ নালা ও টার্শিয়ারী ও সেকেন্ডারী ক্যানেল সরকারি বরাদ্দে পুরোদমে কাজ চলছে। টেকসই উন্নয়ন, যেমন ফেরোসিমেন্ট দ্বারা ক্যানেল রিপিয়ারিং, কাঁচা মাঠ নালা গুলি ইটসলিং দ্বারা নির্মান করা হলে কৃষকের সেচ সরবরাহের আর কোন বাধা থাবেনা এমনটাই সেচ প্রকল্প ঘুরে দেখা গেছে। সে জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বেড়ীবাঁধ, সেচ ক্যানেল, মাঠনালা ও নদীর তীর ভাঙ্গন রোদে সরকার তিনশত সাতচল্লিশ কোটিনটাকা বরাদ্দ দেন। সে আলোকে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বেড়ীবাঁধের ভিতর পুরোদমে উন্নয়ন কাজ চলছে। সে আলোকে গত ২০ জানুয়ারী সকাল ১১ টায় উদ্দমী ও কালিপুর সেচ পাম্প উদ্বোধন করা হয়। সেচ ক্যানেল ও সেচ নালা গুলো মেরামত কাজ এখন ও চলমান। সে কারনে সেচ উদ্বোধন এর পর বন্ধ রাখা হয়। পর দিন বিভিন্ন ইলেকট্রনিক ও পিন্টমিডিয়া ও অনলাইন পোর্টাল গুলোতে নিউজ প্রকাশ হয় যে কৃষক পানি পাচ্ছে না। যেমন একটি ঝড় উঠেছে। এ সুবাদে গত ২৩ জানুয়ারী কালীপুর পাম্প হাউজে পুরোদমে ক্যানেলে ভরপুর সেচ দেওয়া হলেও কৃষক সেচ /পানি নিচ্ছে না। প্রত্যেকটি টার্নাউট গেট বন্ধ করে রাখা হয়। কেন বন্ধ রাখা হয় এ ব্যাপারে জানতে চাইলে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি রাসেল ফয়েজ আহম্মেদ শাহিন চৌধুরী ও সেক্রেটারী সফিকুল ইসলাম বলেন, কালীপুর এলাকার অনেক জমিতে সরিষার আবাদ করা হয়েছে, এখন পানি পেলে সরিষার ক্ষতি হবে বলে কৃষক পানি নিচ্ছে না। এছাড়া অনেক জমিতে কৃষকরা চাষাবাদ না করার কারনে পানি বন্ধ রাখা হয়।