চাঁদপুরে পদ্মা-মেঘনা ও ধনাগোদা নদী কেন্দ্রিক হত্যা, ডাকাতি, অবৈধভাবে নদীর পাড়ের ফসলী জমি থেকে মাটি কাটা, বালু উত্তোলনসহ নানা অপরাধ বেড়ে চলছে। তবে সম্প্রতি সময়ে এসব অপরাধের মূলই হচ্ছে নদী থেকে অবৈধ উপায়ে মাটি কাটা ও বালু উত্তোলন।
মতলব উত্তর উপজেলার কালির বাজার থেকে শুরু করে হাইমচর উপজেলার চরবৈভরবী পর্যন্ত বেশ কয়েকটি গ্রুপ এসব অপরাধমূলক কাজে জড়িত। ইতোমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বেশ কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছে। চলছে নিয়মিত অভিযান। তারপরেও মেঘনা নদী এলাকায় অপরাধীদের দৌরাত্ম্য কমছে না। মতলব উত্তর উপজেলার বোরচর গ্রামের নুরুল আমিন খানের পুত্র শিপন ও মুনকির খানের বিরুদ্ধে মেঘনা নদীর পাড়ের ফসলী জমির মাটি কেটে নেয়ার অভিযোগ ওঠেছে।
সরেজমিন মেঘনা নদী এলাকায় ঘুরে এবং স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা গেছে, মতলব উত্তর উপজেলার মেঘনা সীমানার নদীতে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন করা হচ্ছে। মেঘনা নদীর ষাটনল এলাকা থেকে এখলাছপুর পর্যন্ত এলাকায় বালু উত্তোলন করে মুন্সীগঞ্জ সদর এলাকার কানা জহির, আইয়ুব আলী, জনি, মিছির আলী, জসিম দেওয়ান, আঙ্গুল কাটা শাহীন, বোরচর গ্রামের শিপন খান, মুনকির খানের গ্রুপ। এছাড়াও এখলাছপুর ইউনিয়নের বোরো চরে গফুর বাদশা, ছিদ্দিক বকাউলের গ্রুপ অবৈধ বালু উত্তোলনে জড়িত।
এসব গ্রুপের বালু উত্তোলন, চাঁদাবাজি, ডাকাতি ও গোলাগুলির ঘটনায় চলতি বছরের ৩০ জানুয়ারি দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহত হয় কানা জহির গ্রুপের রিফাত ও রাসেল নামে দুইজন।
২০২২ সালের ৬ মে উজাল মিয়াজী হত্যা এবং রিফাত ও রাসেলের হত্যার ঘটনায় চলতি মাসের ৪ ফেব্রুয়ারি মতলব উত্তর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। উজাল মিয়াজী হত্যা মামলাটি দীর্ঘদিন যাবত পিবিআইতে তদন্ত চলমান। আর জলদস্যু বাবলা খালাসি হত্যা মামলা হয় গজারিয়া থানায় ২০২৪ সালের ২৬ অক্টোবর।
এদিকে চাঁদপুর সদর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের জন্য প্রস্তুতি নিয়ে ৮টি ড্রেজার নদীতে নামায় মোহনপুর ইউনিয়নের বাসিন্দা মতিন। ওই ড্রেজারগুলো ছিলো পতিত শেখ হাসিনা সরকারের আমলে চাঁদপুরের নারী মন্ত্রী ডাঃ দীপু মনির টাকার মেশিন বালু খেকো সেলিম খানের। এই ঘটনায় গেল বছর ৮ ডিসেম্বর সদর উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের অভিযানে ওই ৮ ড্রেজারসহ ১৬জনকে আটক করা হয়। এই ঘটনায় নিয়মিত মামলা করে নৌ পুলিশ।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, নদীতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, মূলত সদর অঞ্চলে এখন অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হচ্ছে না। কেউ কেউ চেষ্টা করলেও তাদের আইনের আওতায় আনা হয়েছে। মতলব উত্তর উপজেলায় মুন্সীগঞ্জ থেকে রাতের বেলায় এসে অবৈধভাবে বালু উত্তোলন করে শুনেছি । তবে আমরা সংবাদ পাওয়া মাত্র অভিযান চালিয়ে ড্রেজার জব্দও জড়িতদের আটক করছি। ওই এলাকায় কানা জহির গ্রুপ বালু উত্তোলন করে। কানা জহিরকে গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে।