বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
গণঅ‌ধিকার প‌রিষদের বি‌ক্ষোভ সমাবেশ ও স্মারক‌লি‌পি প্রদান চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ড বিএন‌পির ২নং মহল্লা ক‌মি‌টির স‌ম্মেলন চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ৩টি প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা। মেঘনার নৌ-ডাকাত কানা জহিরসহ ১৪ জনের নামে মামলা ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মতলব উত্তরের পাচঁআনি উবি’র বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত ষোলঘর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায় চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায হাইমচরে অটোচাপায় শিশুর মৃত্যু শহ‌রে সিএন‌জি প্রবে‌শের উপর নি‌ষেধাজ্ঞা তু‌লে নি‌তে জেলা প্রশাস‌কের কা‌ছে সিএন‌জি চা‌লিত অ‌টো রিক্সা শ্রমিক ইউ‌নিয়‌নের স্মারকলি‌পি প্রদান

রঘুনাথপুর বাজার গনহত্যা দিবস পালিত

  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৭ বার পঠিত হয়েছে

নিজস্ব সংবাদদাতা ॥
১৯৭১ সনের ৮ সেপ্টেম্বর মহান মুক্তিযুদ্ধে চাঁদপুর জেলার কচুয়া ও হাজীগঞ্জ উপজেলার সীমানায় বোয়ালজুরী খালের উভয় পাড়ে অবস্থিত রঘুনাথপুর বাজারটিতে পাকহানাদার ও তাদের দোসর রাজাকার আলবদর বাহিনীর অর্তকিত আক্রমন প্রায় অর্ধশত লোক শহীদ হন। এ শহীদদের স্মরণে গঠিত রঘুনাথপুর বাজার শহীদ স্মৃতি সংসদ কতৃক ৮ সেপ্টেম্বর ২০২০ বাদ আছর দোয়ার অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা সরদার আবুল বাসারের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় কাদলা ইউনিয়ণ আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ্ট মুক্তিযোদ্ধা লাল মিয়া, কাদলা সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। করোনাকালীন এ সময়ে সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সরদার আবুল বাসার ৮ সেপ্টেম্বরের ঘটনাবলী বিস্তারিত তুলে ধরেন, যারা শহীদ হয়েছেন তাদের সমাধি স্থান (কবর) পাকা করার জন্য চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় সমীপে আবেদন করার অনুরোধ জানান, এবং রঘুনাথপুর বাজারটির সার্বিক উন্নয়নের জন্য সংস্লিষ্ট সকলের সদয় দৃষ্টি কামনা করেন। সভাপতির বক্তব্য শেষে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন রঘুনাথপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মোস্তফা কামাল।
ঘটনাবলীঃ-
রঘুনাথপুর বাজারটি মুক্তিযুদ্ধকালীন চাঁদপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত নিরিবিলি স্থানে একটি অবহেলিত জনপদ ছিল। বর্ষাকালে এ বাজারে নৌ পথে আসা ছাড়া অন্য কোন গতান্তর ছিলো না। বাজারটিকে মুক্তিযুদ্ধকালীন নিরাপত্তার বেচাকেনার স্থান এবং মুক্তিযোদ্ধারা নিরাপদ আস্তনা হিসেবে বেছে নিয়েছিল। সপ্তাহে কেবলমাত্র বুধবার এ বাজারটি বসে। মুক্তিযুদ্ধ চলাকালে এ বাজারে প্রতি বুধবার অর্ধ লক্ষের অধিক লোকের সমাগম হতো।
মন্তা নামের এক লোক হাজীগঞ্জ থেকে এসে এ বাজারে পাট ব্যবসা করতো। সে রাজাকার বাহিনিতে যোগদান করেছিল। মুক্তিযুদ্ধকালীন জমজমাট এই বাজারটিতে পাট ব্যবসার নামে, কখনো ছদ্মবেশে এসে এই মন্তা তার সহযোগিদের দ্বারা বাজারের আশেপাশে মুক্তিযোদ্ধাদের অবস্থান এবং বিভিন্ন বিষয়ে অবহিত হয়ে হাজীগঞ্জ ক্যাম্পে গিয়ে পাকবাহিনীর সাথে আলাপ করে রাজাকার বাহিনী দ্বারা বাজারটিতে পরিকল্পিত হামলার ব্যাপক প্রস্তুতি নেয়।
১৯৭১ সালের ৮ সেপ্টেম্বর বুধবার। সে দিন ছিলো রঘুনাথপুর বাজারের সাপ্তাহিক হাটবার। প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছিল বাজারে। ভরা বর্ষায় চর্তুদিক থেকে নৌকাযোগে ক্রেতা-বিক্রেতায় বাজারটি ছিল পরিপূর্ণ। আনুমানিক বিকেল ৩ টায় ৫০/৬০ জন রাজাকার ৬/৭টি নৌকায় টোরাগড় গ্রামের রাজাকার কমান্ডার বাচ্চুর নেতৃত্বে রঘুনাথপুর বাজারের দক্ষিন, পূর্ব ও পশ্চিম দিক দিয়ে প্রবেশ করে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মতিন তখন ছিলেন বাজারের দীঘির পূর্ব – উত্তর কোণের বগীরমার বাড়ি বলে পরিচিত বাড়িটির দক্ষিণ পাশের একটি নৌকাতে। তিনি রাজাকারদের আগমণ টের পান এবং এল.এম.জি তাক করেন আক্রমণ করার উদ্দেশে। কিন্তু তাঁর সহযোগিরা বাজারের লোকের জান-মালের ক্ষয়ক্ষতির আশংকায় এ আক্রমনে তাকে বারন করেন। এ সময় রাজাকারদের পূর্ব নিয়োজিত ইনফরমারদের দেয়া তথ্য অনুসারে পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধা আব্দুল মতিনকে গুলি করে হত্যা করে তাদের অপারেশন এর প্রথম বাধা দূর করে। তারপর রাজাকাররা ফাকাগুলি চালিয়ে সমস্ত বাজারে ত্রাসের রাজত্ব কায়েম করে। বাজারের অপ্রস্তুত লোকজন গুলির আওয়াজে জ্ঞানশূন্য হয়ে বিভিন্ন দিকে পালাতে শুরু করেন। বাজারের মধ্যবর্তী বোয়ালজুরি খালের ওপরে বর্তমান নতুন ব্রিজটির প্রায় ২০০ গজ দক্ষিনে ছিলো কাঠের পুল। কাঠের পুলের পশ্চিমপাড়ে পাটের ব্যবসায়ী রাজাকার মন্তা রাইফেল হাতে সহযোগী রাজাকারদের গাইড লাইন দিচ্ছে দেখে পাট মাপার কাজে নিয়োজিত তারাপল্যা গ্রামের সাহসী যুবক শামছুল হক ক্ষিপ্ত হয়ে উঠে। সে দৌড়ে এসে রাজাকার মন্তার সামনে এসে দাড়িয়ে বলে, ‘মন্তা তুই’! এ বাজারের লোক হয়ে তুই কিভাবে এই বাজার আক্রমণ করতে পারলি? এ নিয়ে রাজাকার মন্তার সাথে শামছুল হকের বাক-বিতন্ডা শুরু হয়ে যায়। এক পর্যায়ে শামছুল হক মন্তাকে ঝাপটে ধরে হাতাহাতি শুরু করে, রাইফেলটি ছিনিয়ে নিয়ে মন্তাকে ফেলে দিয়ে রাইফেল দিয়ে পিটাতে শুরু করে। এই সময় শামছুল হক কে সাহায্য করতে দ্রুত ঘটনা স্থলে এগিয়ে আসে তার পিতা ওয়াজদ্দিন ও প্রতিবেশি জুনাব আলী। এমনটি দেখে অন্যান্য রাজাকাররা প্রথমে শামছুল হককে এবং পরপর ওয়াজউদ্দিন ও জুনাব আলীকে গুলি করে হত্যা করে।
এ সময় তাদের গুলিতে নিহত হয় ৭ম শ্রেণির ছাত্র রশিদ খন্দকার, যার লাশ কবুতরের খাঁচা জড়িয়ে থাকতে দেখা যায়। তারপর রাজাকারেরা চালায় নির্বিচারে গুলি ও লুটরাজ। বাজারের মসজিদের দেয়ালের সাথে দাঁড় করিয়ে পাকিস্তান থেকে আসা সদ্য এম.এ পাশ করা মদ্দেরবাগ গ্রামের নজরুল ইসলাম ভূঁইয়াকে গুলি করে হত্যা করা হয়। তার কয়েক গজ দূরে তখনকার কলেজ ছাত্র পরবর্তীতে কাদলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.কে.এম মাইনউদ্দিন মজুমদারকে গুলি করার উদ্দেশ্যে অন্যান্যদের সাথে লাইনে দাঁড় করানো হয়। ভাগ্যক্রমে বেচে যান তিনি। রাজাকাররা রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়কে অস্ত্র নির্মানাগার এবং অস্ত্রের ভান্ডার মনে করে বিদ্যালয়ের ব্যাপক ক্ষতিসাধন করে এবং বিদ্যালয়ের বিজ্ঞানাগারটি সম্পূর্ণ ধ্বংস করে ফেলে। এমনি করে রাজাকাররা কয়েক ঘন্টা তান্ডব লীলা (হত্যাকান্ড) ও ব্যাপক লুটরাজ শেষ করে মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের লাশ হাজীগঞ্জে নিয়ে যায় এবং তার লাশ হাজীগঞ্জ বাজারের এক প্রান্ত থেকে অপর প্রান্ত টানা-হ্যাচঁরা উল্যাস করে টাঙ্গিয়ে প্রদর্শন করে। পরবর্তীতে এই বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের লাশ নাসিরকোটে সমাহিত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজাকারেরা চলে যাওয়ার পরপরই স্থানীয় লোকজন একত্রিত হয়ে রঘুনাথপুর বাজারে পড়ে থাকা সতেরোটি (১৭) লাশ দেখতে পান। তন্মধ্যে ৫ টি বাজারের মধ্যবর্তী খালের পশ্চিম পাড়ে এবং ১২টি পূর্ব পাড়ে। এ সতেরোটি ছাড়াও অনেক লাশ তাদের আত্মীয় স্বজন নিয়ে যান। প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে জানা যায়, প্রায় অর্ধশতাধিক লোক এ হত্যাকান্ডে শহীদ হন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com