এস এসসিতে রাজশাহী বোর্ডে পাশের হার ৮৭দশমিক ৮৯ ভাগ।গত ২৭/০৭/২০২৩ইং রোজ শুক্রবার ফলাফল ঘোসনা করা হয়।এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে মোট ২ লাখ৫৮০২ জন শিক্ষার্থী অংশ নেয়।তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৭৮ হাজার ৯৫৮ জন।জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন।গত বারের চেয়ে এবার জিপিএ-৫ কমেছে১৫ হাজার ৬৪৬ জন।গতবার জিপিএ-৫ ছিলো৪২ হাজার ৫১৭ জন।তাদের মধ্যে ছেলে ১লাখ ৬২৩ জন ও মেয়ে ছিলো ৯৯ হাজার৫৭৯ জন।তাদের মধ্যে পাস করেছে ৮৭দশমিক ৮৯ ভাগ।গত বছর পরিক্ষার্থীর সংক্ষা ছিলো ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন।অর্থাৎ এই বছর রাজশাহী শিক্ষা বোর্ডে ৯ হাজার ২০২ জন পরিক্ষার্থী বেড়েছে।এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরিক্ষায় অংশ নেয় ৯১ হাজার ৫৫৭ জন।মানবিক বিভাগ থেকে ১লাখ ৭ হাজার ৮৩৫ জন এবং বানিজ্য বিভাগ থেকে ৬ হাজার ৪১০ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। এই শিক্ষা বোর্ডের অধিনে রাজশাহী বিভাগের ০৮ জেলা থেকে ২ হাজার ৬৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।এবং রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে মোট ২৬৫ টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হয়।এর মধ্যে রাজশাজী জেলার ৫৩ টি কেন্দ্রে ৫০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ হাজার ৬২২ জন শিক্ষার্থী অংশ নেয়।****ছোটন সরদার রাজশাহী।