ছোটন সরদার রাজশাহী।
রাজশাহী, সকলের কাছে পরিচিত হয়ে ওঠে শিক্ষা ও সবুজ নগরী হিসেবে।বিভাগীয় শহর হলেও শহরটি তেমন বড় নয়।তবুও শিক্ষার ও বসবাসের পরম স্বস্তির আশ্বাস এই শহরে,নেই অতিরিক্ত গাড়ি ঘোড়ার জ্যাম- জট,নেই কল খানার কালো ধোয়া, অপর দিকে রাস্তা ঘাট পরিস্কার পরিছন্ন ও টাইলসকৃত ফুটপাত।দুই লেনের রাস্তার মাঝে সারি সারি নানা ধরনের বাহারি ফুলের গাছ।সকাল সন্ধ্যা প্রসফুটিত থাকে ছোট বড় নানা ধরনের ফুল,নগরী জুড়ে রুপ নিয়েছে যেন বিশাল একটি ফুল বাগিচা!শহরে প্রবেশের পথম থেকেই দৃষ্টিনন্দিত হচ্ছেন ছোট বড় সকল শ্রেণীর মানুষ।
স্থানীয় মানুষদের জন্য এখন এই সুসজ্জিত নগরী যেন পকৃতির পরশছোয়া।সন্ধা নামলেই জ্বলে ওঠে বিশাল বিশাল প্রজাপতি লাইট,আবার কোথাও কোথাও লাল-নীল ঝাড়বাতি।সবসময় আলোময় থাকে পরিস্কার পরিছন্ন সবুজে ঘেরা এই ফুলেল নগরী,এজন্য রাজশাহী এখন ফুলের নগরী। নগরীর ভদ্রারমোড়,সাহেব বাজার, আলুপট্টি মোড়, তালাইমারী,আমচত্বর কাশিয়াডাংগা মোড়,এতিহ্য চত্বর ও নগর ভবনের দৃশ্যপট মনে হয় যেন বিনোদনের স্পট।যদিও বিনোদনের জন্য রয়েছে, শহিদ এইচ এম কামরুজ্জামান চিড়িয়াখানা,রয়েছে বরেন্দ্র জাদুঘর,জিয়া শিশুপার্ক ইত্যাদি।পদ্মাপাড়ের বাধাইকৃত বাধ বা মুক্তমঞ্ছের অপরুপ দৃশ্য অপরিসীম।যেটা লিখিত বা ভাষায় প্রকাশ করা যায় না।