মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রাস্তা পাকা করন কাজে উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে মধুপুর কাকলী হতে বেকামনি, কর্ণফুলী সিনেমা হতে রামনাথ হাট পর্যন্ত রাস্তার পাকা করন এবং মধুপুর সার্বজনীন দূর্গা মন্দির এর শুভ উদ্বোধন করেন এমপি রমেশ চন্দ্র সেন।
উদ্বোধন শেষে রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুলাল রব্বানী’র সঞ্চালনায়
এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলে সাবেক সফল খাদ্য ও পানি সম্পদ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য রমেশ চন্দ্র সেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু সহ রুহিয়া থানাধীন ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রুহিয়া থানা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।