
রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জেন) ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সাল জানান, পবিত্র মাহে রমজান হলো সিয়াম সাধনার মাস।ঈমানদারগণ সারাদিন রোজা রেখে আল্লাহর দরবারে প্রার্থনা ও ফরিয়াদ জানায়। তারা সন্ধ্যায় ইফতারের মাধ্যমে সারা দিনের রোজা সমাপ্ত করে। আমরা ভেজাল ও রং মুক্ত ইফতার সামগ্রী বিক্রি করছি। আমরা চাই প্রতিটি রোজাদার মানুষ যেন নির্ভেজাল ইফতার আমাদের কাছ থেকে সঠিক ও সুলভ মূল্যে ক্রয় করতে পারে। এমন অঙ্গীকার নিয়েই আমরা রেড চিলির পক্ষ থেকে ক্রেতাকে নির্ভেজাল ইফতার সামগ্রী তুলে দিতে পেরে ধন্য মনে করি । রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টের ইফতার সামগ্রী মধ্যে রয়েছে, ছোলা, বেগুনি, পেয়াজু, আলুর চপ, ডিম চপ, চিকেন চপ, এগ ডেবিল, চিকেন রোল, ভেজিটেবল রোল, ভেজিটেবল পাকোড়া, হাফ মুন পাই, চিকেন ললিপপ, চিকেন কাটলেট,চিকেন জালি কাবাব, চিকেন সামি কাবাব, বীফ চাপলি কাবাব, থাই চিকেন ফ্রাই, বারবিকিউ চিকেন, চিকেন স্প্রিং রোল, বারবিকিউ চিকেন সাসলিক, ফ্রায়েড চিকেন সাসলিক,ক্ষীর পাটিসাপটা, মালাই রোল, গুড়ের পায়েস,পুডিং, লাচ্ছি ,লাবাং, লেমনেড,মিক্স ফোড ফালুদা, মাটন শাহী হালিম, ব্রীফ শাহী হালিম, রেশমি জিলাপি, লাচ্ছা পরোটা।তাছাড়া প্যাকেজ আকারেও রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে ইফতার পার্টি করার ব্যবস্হা রয়েছে।