মানিক দাস ।। বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি শহরের প্রসিদ্ধ হোটেল ব্যবসায়ী আলহাজ্ব নুরুল আলম লালু ও তার ছোট ভাই নুরুলকোরবান আলী ওমরাহ হজ্ব পালনে সৌদি আরব গমন করেছেন। তিনি শহরের ক্যাফে জামান, এলিট চাইনিজ ও আবাসিক হোটেল এলিট লাক্সারি স্বত্বাধিকারী। আলহাজ্ব নুরুল আলম লালু ওমরা হজ্ব পালন সুন্দর ও নিরাপদ হয় সে লক্ষে দোয়া প্রার্থণা করেছে বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সদস্যবৃন্দ। নুরুল আলম লালুর ওমরাহ পালন সহি ও সুন্দরভাবে সম্পন্নের জন্য চাঁদপুরবাসী তথা মুসলিম সম্প্রদায়ের প্রতি দোয়া কামনা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মাসুদ আখন্দ ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন বেপারী।