নূরুল আমিন ভূইয়া (দুলাল), রায়পুর প্রতিনিধি, লক্ষ্মীপুর ॥
লক্ষ্মীপুরের রায়পুর পৌর আ’লীগের উদ্দ্যোগে শোকাবহ আগষ্ট উপলক্ষে আয়োজিত মাসব্যাপী কর্মসূচীর প্রথম দিনে পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহ’র সভাপতিত্বে নাগরিক ফাউন্ডেশনের কার্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় আওয়ামীলীগ ও অংগ সংগঠন সমূহের নেতা-কর্মীগণ, পৌরসভার মসজিদ সমূহের খতীব-ইমাম-মুয়াজ্জিনগণ, মাদ্রার প্রধানগণ, এতিমখানা শিশুরা সহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথমে জাতীর জনক বঙ্গবন্ধু, তাঁর পরিবারের সদস্যবৃন্দ সহ ১৯৭৫ এর ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।