শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির সম্মেলন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের নির্দেশই দলের দুর্দিনের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে ……………….শেখ ফরিদ আহমেদ মানিক ঢাঃবিঃ অধ্যয়নরত মতলব স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার পূর্বে আলোচনায় চাঁদপুরের অতীত ইতিহাস ও ঐতিহ্যকে অক্ষুন্ন রেখে এগিয়ে যেতে হবে     মোস্তফা খান সফরী মৈশাদী ইউনিয়ন বিএনপি সম্মেলন আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হয়ে নিজেদের গর্বিত মনে করছি ……..শেখ ফরিদ আহমেদ মানিক  বীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন চাঁদপুর গোপাল জিউর আখড়া মন্দিরের আয়োজনে ১২৩ তম বার্ষিক দোল উৎসবে  জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের শুভেচ্ছা বিনিময়  চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু নারী-শিশু নির্যাতনে আইনি ও স্বাস্থ্য সহায়তায় সারাদেশে বিএনপির ৮৪ সেল চাঁদপুর জেলায় এডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন ও এডভোকেট বিবি হাওয়া। শ্রমিক নেতা কিবরিয়া মিঝির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন  কচুয়ায় একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  মতলব উত্তরে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানে ৮০ কেজি জাটকা জব্দ

শামসুদ্দিন-রিনা দম্পতির বেঁচে থাকার একমাত্র সম্বল ছোট্ট এই দোকান

  • আপডেটের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২০৫ বার পঠিত হয়েছে
ইয়াসিন আরাফাত শুভ :
ঢাকার আশুলিয়ার কবিরপুরে বসবাস করেন অসহায় শামসুদ্দিন মিয়া ও রিনা বেগম দম্পতি। তাদের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ছোট্ট এই দোকান। নিজ বাসার উঠোনে বাচ্চাদের খেলনা বাদাম আর অল্পকিছু পন্য সামগ্রী বিক্রি করে কোনরকমে জীবিকা নির্বাহ করেন তারা। দোকান থেকে দৈনিক মাত্র তিন থেকে চার’শত টাকা আয় হয়, যা বর্তমান পেক্ষাপটে প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
শামসুদ্দিন ও রিনা বেগম দম্পতি  বলেন, সম্প্রতি দ্রব্যমূল্যের উর্ধগতি ও শারীরিক অসুস্থতার কারণে জীবিকা নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। বেঁচে থাকার আকুতি জানিয়ে তাই সাহায্যের হাত বাড়িয়েছি স্থানীয় জনপ্রতিনিধিসহ উচ্চপদস্থ মানুষের কাছে। অভাবের তাগিদে যখন নাজেহাল পরিবার। তখন স্ত্রীকে স্বামী শামসুদ্দিন বলেন তুমি একটা দোকান দিয়া দাও! আমি বেচা বিক্রি করতে পারুম! যেহেতু আমার চলাচলে অসুবিধা। এরপরে দু’জনের পরামর্শে নিজ বাসার উঠোনে দোকানের উদ্যোগ নেয় তারা। এভাবেই শুরু হয় তাদের পথ চলা, আর নতুন করে বাঁচার সপ্ন।
এর আগে, স্বামী শামসুদ্দিন যখন কর্ম হারিয়ে বেকার। ঠিক তখনই সংসারের দ্বায়ভার গ্রহণ করেন রিনা বেগম। সেই লক্ষ্যে তিনি অল্পকিছু পুঁজি দিয়ে বাজারে বসে বিক্রি করতে শুরু করেন আলু, পেঁয়াজ, রসুন ও শাকসবজি। দিন শেষে ছয়-সাত’শত এমনকি হাজারের মত টাকা ইনকাম করতেন এই অদম্য নারী। শুরুর পথটা ছিল তার বেশ কঠিন। মাত্র তিন’শত টাকা ছিলো তার ব্যবসার মূল পুঁজি। একবেলা খেতে পারলেও আরেক বেলা না খেয়ে দিনাতিপাত করতে হয়েছে তার। দীর্ঘদিন পুরো সংসার ও স্বামীর ওষুধের খরচ যোগিয়েছেন শাকসবজি বিক্রি করে। একটানা প্রায় আঁটটি বছর কাঁচা বাজারের ব্যবসা করেছেন তিনি। বর্তমানে তারা দু’জনেই শারীরিক অসুস্থতা নিয়ে নিজগৃহে দিন পার করছেন। এই দম্পতির অভাবী জীবন শুরু হয় ২০১২ সালের শুরুর দিকে। এর আগে স্বাচ্ছন্দ্যে জীবন-যাপন করতেন তারা।
রিনা বেগম বলেন, আমরা অনেক কষ্ট করছি কেউ পাশে আইয়া জিগায় নাই কেমন আছি। মেম্বার, চেয়ারম্যান থেইকা শুরু কইরা অনেক নেতাগো কাছে গেছি, কেউ ফিরাও তাকায় নাই। কোনরকম ডাইল ভাত খাইয়া বাইচা আছি। রিনা বেগম শামসুদ্দিন মিয়ার দ্বিতীয় স্ত্রী। শামসুদ্দিনের প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয় প্রায় পয়ত্রিশ বছর আগে। পরে বিয়ে করেন রিনা বেগমকে। শামসুদ্দিন মিয়ার প্রথম স্ত্রীর ঘরে এক ছেলে রয়েছে। জানা যায়, ছেলে ও ছেলের বউ সন্তানাদি নিয়ে পৃথক হয়েছে প্রায় দেড় যুগ আগে। এরপর থেকেই তাদের এই সংগ্রামী জীবন। তবে রিনা বেগমের ঘরে কোন সন্তানাদি নেই।
শামসুদ্দিন মিয়া বলেন, কবিরপুর অঞ্জনা মডেল হাই স্কুলে আমি দীর্ঘদিন দপ্তরির কাজে নিয়োজিত ছিলাম। তুচ্ছ এক ঘটনার জেরে আমাকে ২০১২ সালে চাকুরীচ্যুত করেন তৎকালীন সময়ের ম্যানেজিং কমিটির সদস্যরা। এরপর থেকেই আমি বেকার, আর এ থেকেই শুরু হয় অভাবী জীবনের অনিশ্চিত পথচলা।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com