শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামে ৩ সন্তানের জনক আলমগীর হোসেন (৩৮) কে জবাই করে হত্যা করেছে দূবৃওরা।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, ১৭ ই মার্চ সোমবার রাত ৮ টায় মনিপুর সোলায়মান মাস্টার বাড়ীর প্রবাসী মানিক মিয়ার বসত বাড়ী ( বিল্ডিংয়ের) ছাঁদ থেকে জবাই করা লাশ উদ্ধার করা হয়। প্রবাসী আবুল হোসেন মানিকের স্ত্রী খোদেজা বেগম জানান, রাত ৮ টার পর তার দেবর বিল্ডিংয়ের ছাদেঁ চোর উঠেছে বলে জানালে, তারা বিল্ডিংয়ের ছাদে উঠে পাশ্ববর্তী আলমগীর হোসেনের জবাই করা দেহ পড়ে থাকতে দেখে ডাকচিৎকার করলে পাশ্ববর্তী লোকজন এসে পুলিশকে খবর দেয়। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। নিহত আলমগীর হোসেন (৩৮) ৩ কন্যা সন্তানের জনক। তার পিতার নাম মৃত: মোহাম্মদ শহীদ উল্ল্যাহ। তিনি পেশা হিসেবে এলাকায় মাইকিং, গাছ কাঁটার কাজ ও বডবডি ( নসিমন) চালাতেন। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করছেন। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার কাজ সম্পন্ন করেছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।