শুক্রবার (১৪মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হাবিবুর রহমান মাষ্টার এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ সিকদার, সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন টুটুল, বাগেরহাট শাখার তৈয়ব আলী আকন, খুলনা শাখার সাধারণ সম্পাদক এমকে মনির , মংলা পোর্ট নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক কাউছার শেখ মাস্টার, ,মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক ইসলাম, শীতলক্ষ্যা নদী বন্দর কমিটির সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় মানববন্ধন কর্মসূচি তে বক্তারা বলেন, গোলাম কিবরিয়া মিজি একজন মানবিক মানুষ, তিনি সমাজের অসহায় মানুষের সেবক হিসাবে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে। সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজের জনহিতকর কার্যে নিয়োজিত রয়েছেন। একটি চক্র ২০২২ সালের মাঝামাঝি সময়ে কিবরিয়া মিজির আপন ছোট ভাই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী উজ্জ্বল মিঝি কে সন্ত্রাসী চক্র টি মেরে ফেলে। ঐ হত্যা মামলার বাদী হচ্ছেন গোলাম কিবরিয়া মিজি। এই মামলার বিচার বিঘ্নিত করার জন্য দীর্ঘদিন যাবত ষড়যন্ত্র করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, নিহত শান্ত হত্যা মামলায় গোলাম কিবরিয়া মিজি ও শাহাদাত হোসেন প্রধান কে হয়রানি করার উদ্দেশ্যে আসামি করা হয়েছে। শান্ত হত্যা মামলা থেকে অবিলম্বে গোলাম কিবরিয়া মিজি ও শাহাদাত হোসেন প্রধানের নাম প্রত্যাহার করতে হবে। নতুবা আমরা জাহাজী শ্রমিক ফেডারেশনের সর্বস্তরের শ্রমিকরা লাগাতার কর্মসূচি ডাকব। তাই আসামির তালিকা থেকে শ্রমিক নেতা কিবরিয়া মিজি ও শাহাদাত হোসেন প্রধান এর নাম প্রত্যাহার করতে হবে।
উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার বকচর সংলগ্ন মেঘনা নদীতে স্পীড বোর্ড ও মাছ ধরার ট্রলারে মুখোমুখি সংঘর্ষে আহত ৫ জনের মধ্যে নিহত আবু ইলিয়াস শান্ত কে কেন্দ্র করে উদ্দেশ্য প্রনোদিত সাজানো হত্যা মামলায় বিশিষ্ট শ্রমিক নেতা উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার বাদী গোলাম কিবরিয়া মিয়াজী ও শাহাদাত হোসেন প্রধানের বিরুদ্ধে হয়রানি মুলক হত্যা মামলা দায়ের করা হয়েছে।