বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
বালিয়াডাঙ্গীতে অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অসহায়, দুঃস্থ ও শীর্তাত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নওগাঁর ডিসি ঠাকুরগাঁওয়ে ইত্যাদি অনুষ্ঠানকে বরণ করতে প্রস্তুত হাজারো দর্শক সাতক্ষীরা আহছানিয়া মিশনে দুর্নীতিবাজ কমিটির অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে প্রতিবাদ সমাবেশ অসহায়, দুঃস্থ ও শীর্তাত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নওগাঁর ডিসি চর্যাপদ একাডেমির ফ্যামিলি ডে ও বাঁশিসন্ধ্যা মতলব উত্তর গাছ কাটতে গিয়ে গাছের নীচে পরে ব্যবসায়ীর মৃত্যু পু‌লিশ সুপারের পক্ষ থে‌কে জেলা ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং টহল সদস‌্যদের মাঝে কম্বল বিতরণ তাহসানের হৃদয় জয় করা কে এই রোজা বিমানবন্দরের পথে খালেদা জিয়া, নেতাকর্মীদের ঢল

সরকারি কর্মকর্তারা সেবক, কারো গোলাম নয় – ড. মোহাম্মদ আইয়ুব মিয়া

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে

মানিক দাস // জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেছেন, আমরা কেউ কারো গোলাম নই। আমরা প্রত্যেকে প্রত্যেকের ভাই, বন্ধু ও সহায়ক। যারা সরকারি কর্মকর্তা তারা হচ্ছেন সেবক, কারো গোলাম নয়। এই কথাটা সবার মাথায় রাখতে হবে। ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাগণের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যগণের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইয়ুব মিয়া বলেন, সবাই এখানে একমত হয়েছেন যে প্রশাসন হতে হবে রাজনীতির প্রভাবমুক্ত। রাজনীতিমুক্ত আমরা বলবো না। রাজনীতির চাপ বা প্রভাবমুক্ত হয়ে আইনের বাইরে যেন আমাকে কিছু করাতে না পারে। জনপ্রশাসন হতে হবে নিরপেক্ষ। সেখানে শুধু জনগণেরই সেবা করবে। কোন সাহেব বা নেতার দিকে তাঁকানোর দরকার নেই। সেটা নেতার পক্ষেও যেতে পারে বিপক্ষেও যেতে পারে। রাষ্ট্রের মেশিনারি হিসেবে আমাদের কাজ করতে হবে। আমরা আশা করবো চাঁদপুর থেকেই এই বিপ্লব শুরু হবে।
তিনি আরো বলেন, আজকের এই সভায় একজন বক্তা বলেছেন যে নিজেদের আগে সংস্কার করতে হবে। কথাটা ভালো লেগেছে। আজকে এ সভা থেকে আমরা একমত যে যারযার অবস্থান থেকে নিজেকে সংস্কার করবো এবং সেটাকে রোলমডেল হিসেবে চাঁদপুরকে প্রতিষ্ঠা করেন। চাঁদপুরের জেলা প্রশাসকের নেতৃত্বে আপনারা নিজেদের মধ্যে সংস্কার আইন শুরু করেন। সবকিছু আইনকানুন বা কাঠামোর মধ্যে সীমাবদ্ধ না। আপনার আচরন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। জনপ্রশাসনের দুয়ার তৃনমুল বা প্রান্তিক জনগণের জন্যে খোলা থাকতে হবে। তার অভিযোগ নিয়ে সে যেন বলতে পারে।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মো. হাফিজুর রহমান ভূঞা ও মেহেদী হাসান। সরকারি কর্মকর্তাদের মধ্যে সংস্কার প্রস্তাব রাখেন-পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. নুর আলম দীন, সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান ও জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী।
রাজনৈতিক নেতাদের মধ্যে সংস্কার প্রস্তাব রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহাজাহান মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, হেফাজতে ইসলাম জেলার সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. জয়নাল আবেদীন।
সাংবাদিকদের মধ্যে সংস্কার প্রস্তাব রাখেন-রহিম বাদশা, আব্দুল আউয়াল রুবেল, তালহা যোবায়ের ও কে এম সালাউদ্দিন।
সুশীল সমাজ ও অন্যান্যদের মধ্যে সংস্কার প্রস্তাব রাখেন- আইন কর্মকর্তা অ্যাড. কোহিনুর বেগম, সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ইকবাল রহমান, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লে. মো. সোয়েব, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ড. কাজী হাশেম, উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি মনিরা আক্তার।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংস্কার প্রস্তাব রাখেন- শিক্ষার্থী সাগর হোসেন, মো. রবিউল আলম, রাহাত।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com