বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
মেঘনার নৌ-ডাকাত কানা জহিরসহ ১৪ জনের নামে মামলা ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মতলব উত্তরের পাচঁআনি উবি’র বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত ষোলঘর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায় চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায হাইমচরে অটোচাপায় শিশুর মৃত্যু শহ‌রে সিএন‌জি প্রবে‌শের উপর নি‌ষেধাজ্ঞা তু‌লে নি‌তে জেলা প্রশাস‌কের কা‌ছে সিএন‌জি চা‌লিত অ‌টো রিক্সা শ্রমিক ইউ‌নিয়‌নের স্মারকলি‌পি প্রদান চাঁদপুরে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরনী‌তে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরের মতলব উত্তরে নদীতে ভেসে উঠছে মরা মাছ

সরকার আন্তরিক হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব – এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে

আলমাস হোসেন : ঢাকা জেলা প্রতিনিধি

সরকার আন্তরিক হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব,  সংস্কারগুলো করে একটা গণঐক্য বা ঐক্যমতের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নব নির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২ টা ৫০ এর দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানায় আমার বাংলাদেশ পার্টির নবনির্বাচিত প্রথম কমিটি।

শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, সরকারের পক্ষ থেকে দুটি সময় সূচীর কথা বলা হয়েছে, একটি এ বছরের ডিসেম্বরে আরেকটি সামনের বছরের জুনে। আমরা বলছি এই দুটি সময় নির্ধারণ করবে সংস্কারের কি রূপরেখা হচ্ছে, সংস্কারের গতি প্রকৃতির উপর নির্ভর করে এই নির্ধারণটা হবে। আমরা মনে করি, সরকার যদি আন্তরিক হয় এটা (নির্বাচন) ডিসেম্বরের মধ্যে সম্ভব। সংস্কারগুলো করে একটা গণঐক্য বা ঐক্যমতের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব। সম্ভব না হলে আলাপ আলোচনার ভিত্তিতে এটা দুই এক মাস পেছোলেও আমাদের কোন আপত্তি নেই।

এসময় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ৭১ এর লড়াই টা ছিল, বাংলাদেশের গণ মানুষের মুক্তির লড়াই। যেটাকে আমরা রিপাবলিক বলছি। সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের মাধ্যমে এই বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য৷ কিন্তু ৫৩ বছর পরে এসেও আবারও শত শত তরুণকে রক্ত দিতে হয়েছে একই লড়াইটাকে নবায়ন করার জন্য৷ তাই আমরা বাংলাদেশের অন্তবর্তী সরকারকে বলছি, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল তাদের সবাইকে বলছি, ৭১ ও ২৪ এর মিলিত যে আকাঙ্খা সেই আকাঙ্খা আমাদের তরুণরা দেয়ালে দেয়ালে লিখে গেছে। বাংলাদেশ ২ তারা চায়, সংস্কার চায়, পরিবর্তন চায়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে এমন বন্দোবস্ত চায়, সেটাই আমরা আজকে পুনর্ব্যক্ত করেছি। এবি পার্টির পক্ষ থেকে আমাদের যে লড়াই বাংলাদেশটাকে ঢেলে সাজানোর। লড়াইটা চলছে, চলবে। আমাদের জায়গা থেকে আমরা সাধ্যমত এটা করব ইনশাআল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুইয়া, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটূল, সিনিয়র সহকারী সম্পাদক এবিএম খালিদ হাসান, সহকারী সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, জাতীয় নির্বাহী পরিষদ সদস্য লে কর্ণেল হেলাল উদ্দিন,
লে কর্ণেল দিদারুল আলম ও আমিনুল ইসলাম এফসিএ ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসেন
প্রমুখ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com