আলমাস হোসেনঃ ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার সাভারে কিশোর অপরাধ দমনে স্কুল শিক্ষার্থীদের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে সাভার পৌরসভার ব্যাংক কলোনী মহল্লারলয় সাভার মডেল থানা পুলিশের আয়োজনে অ্যাসেড স্কুলের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাভারের স্থানীয় অ্যাসেড স্কুলের অধ্যক্ষ ও লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) মুহাম্মদ আনোয়ারুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এসময় আলোচক হিসেবে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম এবং সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নাহার উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে মাদকের কুফল, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা, সমসাময়িক বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবতার নিরিখে বিভিন্ন বিষয় তুলে ধরে শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হয়।
এসময় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, সাভার সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খান নঈম প্রমুখ উপস্থিত ছিলেন।