আলমাস হোসেন :
সাভারে বিলুপ্তপ্রায় বন্য উল্লুক এবং বানরসহ হাদিসুর রহমান (৪২) নামে একজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।
আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে গতকাল (২০ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডের ঈগল পরিবহনের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে পরিবহন নিষিদ্ধ বিলুপ্তপ্রায় বন্যপ্রানী একটি উল্লুক ও একটি বানর সহ হাদিসুর রহমানকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক হাদিসুর রহমান বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য। তিনি প্রানী দুটি চট্টগ্রাম থেকে সাতক্ষীরা নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে এর আগেও বন্যপ্রানী পাচার সংক্রান্ত মামলা রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।
আটক হাদিসুর রহমানের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।